নদীয়া

ধান কাটতে গেছিলেন, ফেরার পথে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু এক কৃষকের

মলয় দে

ধান কাটতে গেছিলেন, ফেরার পথে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু এক কৃষকের - West Bengal News 24

গত ক’‌ দিন টানা বর্ষণ। জল জমেছে রাজ্যের প্রায় সর্বত্র। আর সেই জমা জল থেকে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে আবারও মৃত্যু। এবার নদিয়ার বানগড়িয়াতে। ঘটনায় উদ্বেগ বাড়িয়েছে গোটা রাজ্যে। এখন পর্যন্ত বাংলায় ২ শিশু সহ ৫ জন বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন। হাই টেনশনে তার ছিঁড়ে পড়েছিল রাস্তায়। ধান কেটে বাড়ি ফেরার পথে ওই তারে বিদ্যুত্‍স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম আতিয়ার শেখ। বয়স ৪৮ বছর।

আরও পড়ুন : ভবানীপুর উপ-নির্বাচন মামলায় চরম অস্বস্তিতে রাজ্য, ‘কেন পদত্যাগ করলেন শোভনদেব?’ প্রশ্ন হাইকোর্টের

জানা গিয়েছে, রোজের মতো আজও তিনি তার জমিতে ধান কাটতে গেছিলেন। ধান কেটে ফেরার পথেই বিপদ। ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার তাঁর বাড়ি থেকে বেরিয়েছিলেন জমিতে ধান কাটার জন্য। সেখানে তড়িদাহত হন।

স্থানীয় লোকজন তাঁকে ওই অবস্থায় দেখতে পেয়ে বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিত্‍সক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি নাকাশিপাড়ার পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে। সেখান থেকে শক্তিনগর মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবার এবং গোটা গ্রাম।

আরও পড়ুন ::

Back to top button