রাজনীতিরাজ্য

সিপিএম-এর ৩৪ বছরে একটাও CBI-ED কেস হয়নি, কংগ্রেসের মেইন লোকের গায়েও হাত দেয়নি: মমতা

Mamata Bhawanipur : সিপিএম-এর ৩৪ বছরে একটাও CBI-ED কেস হয়নি, কংগ্রেসের মেইন লোকের গায়েও হাত দেয়নি: মমতা - West Bengal News 24

ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপিকে নিশানা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির। এদিন তিনি বলেন, ‘সিপিএম-কংগ্রেস ছেড়ে ইডি-সিবিআইকে কাজে লাগিয়ে তৃণমূলকে নিশানা করছে বিজেপির সরকার। সিপিএম কত বছর রাজনীতি করেছে বাংলায়? ৩৪ বছর! কত অন্যায় করেছে।

আজ পর্যন্ত একটাও সিবিআই কেস হয়েছে? কংগ্রেসের চিদম্বরমের গায়ে হাত দিয়েছে, কিন্তু মেইন লোকের গায়ে হাত দেয়নি। আমাদের পার্টির কে বাদ রয়েছে? যে পার্টিটা সবচেয়ে সত্‍, নির্ভীক এবং সাহসিকতার সঙ্গে লড়াই করে সেই পার্টির সবাইকে টেনেছে। এমনকী, সৌগতদার মতো মানুষকেও ছাড়েনি, পার্থ চট্টোপাধ্যায়কেও ছাড়েনি। ছেলে-মেয়ে থেকে শুরু করে বন্ধুবান্ধব, বাড়ির কাজের লোককেও পর্যন্ত বাদ দেয়নি।’

আরও পড়ুন : ‘মৃতদেহ নিয়ে আমার বাড়ির কাছে এসেছ, পচা কুকুর তোমাদের বাড়ির সামনে ফেলে আসব

এরই সঙ্গে নন্দীগ্রামে তাঁর ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করেন মমতা। তিনি বলেন, ‘হুইল চেয়ারে বসে দেড়শোর বেশি মিটিং করেছি। বিজেপির পরিকল্পনা ছিল আমি যাতে আর বাংলায় আসতে না পারি।’ মমতার আরও দাবি, ‘আপনারা দেখেছেন ৫০টা নেতা ৫০টা হেলিকপ্টার নিয়ে ঘুরেছে।

আমরা মাত্র তিনটি হেলিকপ্টার নিয়েছিলাম। ওরা ৫০টা প্লেন ভাড়া নিয়েছে। সকালে আসত দুপুরে চলে যেত, দুপুরে আসতে বিকেলে চলে যেত। দিল্লিতে ভাত খেয়েছে এখানে লাড্ডু খেয়েছে। দিল্লিতে লাঞ্চ করেছে এখানে ডিনার করেছে। সবাইকে এখানে নিয়ে এসেছে। ডেইলি প্যাসেঞ্জারি করেছে। কী না করেছে, সব করেছে।’

সূত্রঃ আজকাল

আরও পড়ুন ::

Back to top button