পশ্চিম মেদিনীপুর

জল নিতে বেরিয়েছিল ছাত্রী, ইএফআর জওয়ানের গুলি এসে বিঁধে গেল শরীরে

জল নিতে বেরিয়েছিল ছাত্রী, ইএফআর জওয়ানের গুলি এসে বিঁধে গেল শরীরে - West Bengal News 24
প্রতীকি ছবি

খড়গপুরে ট্রেনিং ক্যাম্পে চলছিল গুলির ট্রেনিং। সেই ট্রেনিং ক্যাম্প থেকে গুলি ছিটকে আহত হয় এক স্কুল ছাত্রী। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর লোকাল থানার অন্তর্গত টাঙ্গাসেল এলাকার ঘটনা। ছাটপাড়া স্কুলের অষ্টম শ্রেণীর ওই ছাত্রীর নাম সন্ধ্যা রানী মাহাতো। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় খড়গপুর মহকুমা হাসপাতালে। সেখানেই তাঁর চিকিত্সা চলছে।

আরও পড়ুন : ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন, সিদ্ধান্ত রাজ্যের

খড়গপুরে ইএফআর ক্যাম্পের ট্রেনিং সেন্টারে রাজ্য পুলিশের সশস্ত্র জওয়ানরা ট্রেনিং নেয়। শুক্রবার শ্যুটিং রেঞ্জে চলছিল শ্যুটিংএর ট্রেনিং। সেই ট্রেনিং ক্যাম্প থেকে ছোড়া গুলিতে আহত হয় ওই স্কুল পড়ুয়া। অভিযোগ, শুক্রবার দুপুরে রাস্তার পাশে টিউবওয়েল থেকে জল নেওয়ার সময় তার কাঁধে গুলি লাগে। বর্তমানে ওই ছাত্রী খড়গপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবারের অভিযোগ, এই প্রথমবার নয়। আগেও ওই ক্যাম্প থেকে ছোড়া গুলিতে বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর লোকাল থানার পুলিশ।

সুত্র : কলকাতা টিভি

আরও পড়ুন ::

Back to top button