ক্রিকেট

আইপিএলে কোহলির সমান পারিশ্রমিক রাহুলের

Virat Kohli, KL Rahul: আইপিএলে কোহলির সমান পারিশ্রমিক রাহুলের - West Bengal News 24

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরের জন্য বিপুল অংকের পারিশ্রমিকে লোকেশ রাহুলকে দলে নিয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ। দলের নাম এখনও ঠিক হয়নি।

যদিও অধিনায়ক হিসেবে ভারতের অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়ার নাম ঘোষণা করা হয়েছে। লোকেশ রাহুলের পারিশ্রমিকক ১৭ কোটি রুপি। যা সুপারস্টার বিরাট কোহলির সমান!

২০১৮ আইপিএলের নিলামে রাহুলকে ১১ কোটি রুপিতে দলে নিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। আর ওই মেগা নিলামের আগে কোহলিকে ১৭ কোটি রুপিতে ধরে রেখেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবার আরও ৭ কোটি রুপি বেশি পেয়ে কোহলিকে ছুঁয়ে ফেললেন রাহুল। অবশ্য রাহুলের এই আকাশছোঁয়া দামের রহস্য তার দুর্দান্ত পারফর্মেন্স।

আরও পড়ুন : কোহলির বিদায়ে যে আবেগঘন স্ট্যাটাস দিলেন রবি শাস্ত্রী

আইপিএলে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন রাহুল। গত চার মৌসুমে পাঞ্জাবের হয়ে তার রান ছিল ৬৫৯, ৫৯৩, ৬৭০ এবং ৬২৬। প্রতিটি আসরেই গড় পঞ্চাশোর্ধ।

এবারের আইপিএলের মেগা নিলামের আগে সর্বোচ্চ ৪ জন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ ছিল পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর সামনে।

অন্যদিকে নতুন দুই দল লক্ষ্ণৌ এবং আহমেদাবাদ সুযোগ পেয়েছিল নিলামের আগে ৩ জন করে ক্রিকেটার দলে নেওয়ার। সেই সুযোগটাই নিয়েছে লক্ষ্ণৌ।

আরও পড়ুন ::

Back to top button