জাতীয়

সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ

Arvind Kejriwal: সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ - West Bengal News 24

কেজরিওয়ালের আকর্ষণীয় অফার। সরকারের উন্নয়নমূলক ভিডিও শেয়ার করলেই মিলবে খোদ মুখ্য়মন্ত্রীর সঙ্গে নৈশভোজের সুযোগ বা ডিনার উইথ কেজরিওয়াল। সোশ্য়াল মিডিয়ায় সবচেয়ে বেশি শেয়ারেই থাকবে অগ্রাধিকার। সোমবার দিল্লিবাসীর কাছে এমনই প্রস্তাব ছু়ড়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কেন আচমকা এমন সিদ্ধান্ত? সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে জনপ্রিয়তম প্লাটফর্ম। রাজনীতির অঙ্গনেও নিজের একটা জায়গা করে নিয়েছে সামাজিক মাধ্যমগুলি। পাঁচ রাজ্যে ভোটের মুখে আম আদমি পার্টির সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাই বেছে নিয়েছেন ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিনার উইথ কেজরিওয়াল।

সোমবার কেজরিওয়াল জানান, সোশ্যাল মিডিয়ায় দিল্লি সরকারের ভাল কাজের ভিডিও আপলোড করতে হবে। ‘ভালো’ অর্থাত্‍ উন্নয়নমূলক । উন্নয়নের প্রচার ছড়িয়ে দিতে হবে দেশের অলি-গলি-পাকস্থলীতে। বিনামূল্যে বিদ্যুত্‍, জল সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক প্রকল্পের মতো একাধিক কাজ করেছে আপ সরকার।

দিল্লিবাসীর কাছে তাঁর অনুরোধ পঞ্জাব, উত্তরপ্রদেশ, গোয়া এবং উত্তরাখণ্ডের ভোটারদের কাছেও পৌঁছে দিতে হবে সেই উন্নয়নের খতিয়ান। যাতে প্রকল্পগুলির সুযোগ পান তাঁরাও । ক্ষমতায় এলে সব জনহিতকর প্রকল্প পৌঁছে যাবে দেশের বাকি রাজ্যও।

কেজরিওয়াল বলেন ”দিল্লি সরকারের ভালো কাজের ভিডিও আপলোড করুন। ট্যুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুকে জানান আপনি কীভাবে উপকৃত হয়েছেন। কেজরিওয়ালকে সুযোগ দিন। ভাইরাল করুন উন্নয়ন।”

আরও পড়ুন : ভিডিও ভ্যানের মাধ্যমে করা যাবে প্রচার!

তিনি আরও জানান, দেশ নয়। বিদেশের মাটিতেও নিজের ছাপ রেখেছে দিল্লি । জাতিপুঞ্জের প্রতিনিধিরা দিল্লির মহল্লা ক্লিনিকগুলি দেখতে এসেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী এখানে স্কুল পরিদর্শন করেছেন। ২৪ ঘণ্টা বিদ্যুত্‍ পাচ্ছে দিল্লি। এইসব সম্ভব হয়েছে দিল্লির মানুষ সুযোগ দিয়েছেন বলে । সেই সুযোগ বাকিরাও পাক।

পাঁচ রাজ্যে নির্বাচন আসন্ন। চড়ছে উত্তেজনার পারদ। রাজনৈতিক মহলে বাড়ছে তরজা। ক্ষমতা দখলের লড়াইয়ে পিছিয়ে নেই কেউ । পঞ্জাবে অনেকটাই এগিয়ে আপ। এর আগে পঞ্জাবের মানুষ কেমন প্রার্থী চান, জনগণের থেকে তা জানতে চেয়েছিলেন কেজরিওয়াল।

উত্তরপ্রদেশেও চেয়েছেন জনগণের সমর্থন-চিঠি। উত্তরপ্রদেশ নির্বাচনে আপ খাতা খুলতে পারে কিনা, মানুষের চোখ সেদিকে রয়েছে বই কী! মাটি কামড়ে পড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী। এবারের মাটি অবশ্য ডিজিটাল মাটি । সর্বাধিক শেয়ারেই সুবর্ণসুযোগ। তা আবার যেমন-তেমন নয়। ভোটপর্ব মিটলেই ‘ডিনার উইথ কেজরিওয়াল’।

 

আরও পড়ুন ::

Back to top button