আন্তর্জাতিক

সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক, পদত্যাগ করলেন সিএনএন প্রধান

সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক, পদত্যাগ করলেন সিএনএন প্রধান - West Bengal News 24
FILE CNN chief executive Jeff Zucker attends the 13th annual CNN Heroes An All Star Tribute in New York on Dec 8 2019 Zucker announced Wednesday Feb 2 2022 that he is resigning from CNN Photo by Jason MendezInvisionAP File

‘আমি স্বীকার করেছি, সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক গড়ে উঠেছিল, যা শুরু থেকেই জানিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু তা পারিনি। এটি আমার ভুল ছিল।’ এভাবেই সহকর্মীর সঙ্গে গোপন সম্পর্ক স্বীকার করে পদত্যাগ করেছেন মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রেসিডেন্ট জেফ জুকার।

স্থানীয় সময় বুধবার পাঠানো এক বার্তায় কর্মীদের তিনি নিজেই এমনটি বলেন ।

জেফ জুকার বলেন, ‘ইচ্ছা ছিল এখানে আমার দায়িত্বের মেয়াদ ভিন্নভাবে শেষ হবে। এখানে অবাক করার মতো একটি যাত্রা ছিল আমার। প্রতিটি মুহূর্তকে আমি ভালোবেসেছি।’

৫৬ বছর বয়সী জেফ জুকার জানিয়েছেন, তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। ২০১৩ সালে তিনি সিএনএনের দায়িত্ব গ্রহণ করেন। এরপর মার্কিন মিডিয়া নির্বাহীদের মধ্যে অন্যতম প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। গেল ৯ বছরে তার দায়িত্বের জন্য সিএনএন কর্তৃপক্ষ তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্পের চক্ষুশূলে পরিণত হয়েছিলেন এই গণমাধ্যম ব্যক্তিত্ব।

বার্তায় জেফ জুকার বলেন, ‘সিএনএনের একজন সঞ্চালককে নিয়ে তদন্তের অংশ হিসেবে আমার ঘনিষ্ঠতম সহকর্মীর সঙ্গে সম্মতিমূলক সম্পর্ক নিয়ে আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ওই সহকর্মীর সঙ্গে আমি দুই দশকেরও বেশি সময় কাজ করেছি।’

সিএনএন জানিয়েছে, জেফ জুকারের সঙ্গে সম্পর্ক থাকা ওই নারী সহকর্মী হলেন সংবাদমাধ্যমটির প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন গোলাস্ট। তিনি নেটওয়ার্কটিতে থেকে যাবেন।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, জুকার ও গোলাস্ট উভয়েই তালাকপ্রাপ্ত।

জেফ সম্পর্কে অ্যালিসনের দেওয়া বক্তব্যে কোনো অভিযোগ ছিল না। তিনি বলেন, ‘জেফ ও আমি ঘনিষ্ঠ বন্ধু। গত ২০ বছর ধরে আমরা পেশাগত অংশীদার। সম্প্রতি করোনার কারণে আমাদের সম্পর্ক বদলে গেছে।’

তিনি আরও বলেন, ‘সঠিক সময়ে আমাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করতে না পারায় আমি অনুতপ্ত। সিএনএনে আমার কর্মজীবনের জন্য আমি অবিশ্বাস্য গর্ববোধ করছি।’

এর আগে এনবিসিতে কাজ করেছেন জেফ জুকার। সেখানে তিনি এনবিসি ইউনিভার্সাল টেলিভিশন গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন ::

Back to top button