স্বাস্থ্য

ধূমপান ছাড়তে সাহায্য করে যে তিনটি খাবার

ধূমপান ছাড়তে সাহায্য করে যে তিনটি খাবার - West Bengal News 24

ধূমপান ছাড়ার পরামর্শ সবাই দিয়ে থাকেন। কিন্তু যারা ধূমপান করেন, তারা জানেন যে কাজটি তত সহজ নয়।

এই অভ্যাস যে শরীরের ক্ষতি করে, তা অজানা নয়। তবু অনেক চেষ্টা করেও কেউ কেউ পেরে ওঠেন না। এমন সমস্যা কি রয়েছে আপনারও? বারবার ধূমপান ছাড়তে চেয়েও পারছেন না?

তা হলে সাহায্য করতে পারে তিনটি খাদ্য।

ধূমপান ছাড়তে সাহায্য করে যে তিনটি খাবার - West Bengal News 24

আদা: ধূমপান করার ইচ্ছা হলেই মুখে একটু আদা কুচি দিতে পারেন। মাঝেমাঝে তাতে মাখিয়ে নিতে পারেন বিট লবণ। তবে ধূমপান করার ইচ্ছা কমবে।

ধূমপান ছাড়তে সাহায্য করে যে তিনটি খাবার - West Bengal News 24

পুদিনা পাতা: কিছুটা পুদিনা পাতা কিনে রাখুন। ভাল করে ধুয়ে এক জায়গায় রেখে দিন। ধূমপানের ইচ্ছা হলেই কয়েকটি পাতা মুখে দিয়ে চিবিয়ে নিন। আর সিগারেট খেতে ইচ্ছা করবে না কিছুক্ষণ। পরে আবার ধূমপানের ইচ্ছা হলে একই কাজ করে যেতে হবে।

ধূমপান ছাড়তে সাহায্য করে যে তিনটি খাবার - West Bengal News 24

আমলকি: নিকোটিনের প্রতি টান কমাতে পারে এই খাদ্যটিও। রোজ সকালে কয়েক টুকরো কাঁচা আমলকি চিবিয়ে নিয়ে এক গ্লাস করে পানি খেতে হবে। নিয়মিত এভাবে চললে কমবে ধূমপান করার ইচ্ছা। নিয়মিত ধূমপান থেকে শরীরে নানা ধরনের দূষিত পদার্থ জমে। সে সব থেকে মুক্তি পেতে খাওয়া যায় আমলকি সেদ্ধ করা পানিও।

আরও পড়ুন ::

Back to top button