উঃ ২৪ পরগনা

ভ্যান রিক্সায় চেপে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর

ভ্যান রিক্সায় চেপে মনোনয়ন জমা তৃণমূল প্রার্থীর - West Bengal News 24

মনোনয়নপত্র জমা দিতে এসেও পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে প্রতিবাদ। বুধবার এই অভিনব প্রতিবাদ করলেন মধ্যমগ্রাম পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ রাহা। এদিন তিনি ভ্যানে করে এসে নমিনেশন জমা করেন।

প্রার্থী বলেন, এটা কেন্দ্রের সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা টোকেন প্রোটেস্ট।

২০১৪ সাল থেকে ধাপ্পা দেওয়া শুরু হয়েছে; ২ কোটি চাকরি, ১৫ লক্ষ টাকা, দ্রব্য মূল্যের বৃদ্ধি হবে না। কোনও প্রতিশ্রুতি পাল হয়নি। মানুষের জীবনে ত্রাহি ত্রাহি রব উঠেছে। এবারের বাজেটে যে ছবি উঠে এল, তাও শিহরণ জাগানো। দেশের সরকার দেনায় দেনায় জর্জরিত।’

আরও পড়ুন: বন্ধ হোটেলের বাথরুমে পড়ে নাবালিকার অর্ধনগ্ন শরীর অতঃপর !

কেন্দ্রে বিরুদ্ধে তোপ দেগে তৃণমূল প্রার্থী আরও বলেন, ‘রান্নার গ্যাস, কেরোসিন সব কিছুর সঙ্গে সজেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে।

মোদী করছেটা কী? তাই জ্বালানির এই মূল্য বৃদ্ধির প্রতিবাদের আমি ভ্যান রিক্সায় এসেছি। গাড়িতে এলেই তো তেলের খরচা লাগবে, তাই এই টোকেন প্রতিবাদ।’

এদিন করোনা বিধি মেনে মনোনয়ন জমা দেন তিনি। এছাড়াও নিজের জয়ের ব্যাপারে যে তিনি আশাবাদী, সেকথাও জানিয়েছেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন ::

Back to top button