জাতীয়

রাত পোহালেই ভোট উত্তর প্রদেশে!

UP Election 2022 Live:রাত পোহালেই ভোট উত্তর প্রদেশে! - West Bengal News 24

উত্তর প্রদেশে রাত পেরোলেই বিধানসভা নির্বাচনের ভোট। বৃহস্পতিবার প্রথম দফায় ৫৮টি আসনে ভোট হবে। মঙ্গলবার প্রচারণার শেষ দিন নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে সমাজবাদী পার্টি ও বিজেপি।

এদিন সমাজবাদী পার্টির হয়ে প্রচারণা চালান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে গুন্ডা রাজত্বের পর এবার উত্তর প্রদেশে অখিলেস যাদবকেও একই পথে নিতে চান মমতা।

পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে গিয়েও ‘খেলা হবে’ স্লোগান তুললেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সমাজবাদী পার্টির হয়ে প্রচারণায় অংশ নেন তিনি। বিজেপি সরকারকে হটাতে এবং রাজ্যের উন্নতির জন্য অখিলেস যাদবের দলকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘সবাই এক হয়ে সমাজবাদী পার্টিকে ভোট দিন। অখিলেসকে বিজয়ী করুন। আমরা তার পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।’

মমতার প্রচারণার সমালোচনা করেছে বিজেপি। পশ্চিমবঙ্গে গুন্ডা রাজত্বের পর এবার উত্তর প্রদেশে অখিলেসকেও একই পথে নিতে চান মমতা–এমন অভিযোগ করেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টা পর পর্বাতোরোহীকে জীবিত উদ্ধার করল সেনাবাহিনী

এদিন নিজ দলের হয়ে প্রচারণায় অংশ নেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী। উত্তর প্রদেশে পরিবর্তন আনতে কংগ্রেসে ভোটের আহ্বান জানান তিনি।

প্রথম দফার নির্বাচনী প্রচারণার শেষ দিন নিজ নিজ দলের ইশতেহার প্রকাশ করে সমাজবাদী পার্টি ও বিজেপি। ইশতেহারে দু-দলই রাজ্যের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি তুলে ধরে।

চলতি মাসেই উত্তর প্রদেশসহ পাঁচটি রাজ্যে শুরু হচ্ছে বিধানসভার ভোট। তবে, সবার নজর উত্তর প্রদেশে। কথিত আছে, যে দল উত্তর প্রদেশে জয়ী হয়, সেই দলই দিল্লি শাসন করে।

আরও পড়ুন ::

Back to top button