জাতীয়

৪৮ ঘণ্টা পর পর্বাতোরোহীকে জীবিত উদ্ধার করল সেনাবাহিনী

৪৮ ঘণ্টা পর পর্বাতোরোহীকে জীবিত উদ্ধার করল সেনাবাহিনী - West Bengal News 24

কেরালার এক খাড়া পাহাড় থেকে ৪৮ ঘণ্টা পর ২৩ বছর বয়সী এক পর্বতারোহীকে জীবিত উদ্ধার করেছে সেনাবাহিনী।

পাহাড়ের ফাটলে প্রায় দুদিন খাবার-পানি ছাড়া আটকে ছিলেন তিনি।

স্থানীয় সময় সোমবার তিন বন্ধুর সঙ্গে পাহাড়ে ওঠার সময় পা পিছলে পড়ে যান আরটি বাবু নামে ওই পর্বতারোহী। পরবর্তী সময়ে বন্ধুরা তাকে লাঠি ও দঁড়ি দিয়ে টেনে তোলার চেষ্টা করলে ব্যর্থ হয়ে উদ্ধারকর্মীদের খবর দেন।

এর আগে তিনটি উদ্ধারকারী দল তার কাছে পৌঁছাতে ব্যর্থ হলে কেরালার মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর কাছে সাহায্য চান।

আরও পড়ুন: বোরকা পরিহিতা ছাত্রীর সাহসী প্রতিবাদ (ভিডিও সংযুক্ত)

তার অনুরোধে ঘটনাস্থলে একটি উদ্ধারকারী দল পাঠায় সেনাবাহিনী। বুধবার সেনাসদস্যরা তার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন।

তার কাছে পৌঁছানোর পরপরই তাকে খাবার-পানি দেওয়া হয় বলে জানান সংশ্লিষ্টরা। উদ্ধারের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

 

আরও পড়ুন ::

Back to top button