আন্তর্জাতিক

বিস্ফোরণে কাঁপছে কিয়েভ, শহরতলীতে চলছে গুলির লড়াই

বিস্ফোরণে কাঁপছে কিয়েভ, শহরতলীতে চলছে গুলির লড়াই - West Bengal News 24
কিয়েভের একটি ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেয়া একটি পরিবার

ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একইসঙ্গে কিয়েভ অভিমুখে এগিয়ে চলেছেন রাশিয়ার সেনা সদস্যরা।

শুক্রবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিয়েভের শহরতলী দিমার ও ইভানকিভে ইউক্রেনের সেনা বাহিনীর সদস্যদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

রুশ সামরিক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কার্যত ইউক্রেনের রাজধানীতে প্রবেশের চেষ্টা অব্যহতভাবে চালিয়ে যাচ্ছেন।

ইউক্রেন সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, তাদের সেনা সদস্যরা রুশ বাহিনীকে মোকাবেলা করার চেষ্টা করছেন।

আরও পড়ুন :: যুদ্ধে যাচ্ছেন বাবা, কেঁদে বিদায় জানাচ্ছেন মেয়ে (দেখুন ভিডিও)

রুশ বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে কিয়েভের প্রবেশপথে থাকা তেতেরিভ নদীর সেতুর কাছে সেনা মোতায়েন করা হয়েছে। ওই সেতুটি ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী।

পর্যবেক্ষকরা বলছেন, শুক্রবার ভোরের দিকে কিয়েভে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ হামলা হয়েছে।

বিবিসি এ খবর নিশ্চিত করে জানিয়েছে যে, বিস্ফোরণটি ঘটেছে কিয়েভের পজনিয়াকি এলাকায়।

এ পরিস্থিতিতে চরম আতঙ্কের মধ্যে দিন কাটছে কিয়েভের লাখ লাখ বাসিন্দার। অনেক ইউক্রেনীয় বাঙ্কার ও ভবনের বেসমেন্টে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button