আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ৮০ হাজার ইউক্রেনীয় দেশে ফিরেছেন

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ৮০ হাজার ইউক্রেনীয় দেশে ফিরেছেন - West Bengal News 24

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বিদেশ থেকে ৮০ হাজার ইউক্রেনীয় দেশে ফিরেছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

টেলিগ্রাম পোস্টে মন্ত্রনালয় জানায়, ফেরত আসা ব্যক্তিদের অধিকাংশই পুরুষ। তারা সামরিক বাহিনী এবং অন্যান্য আঞ্চলিক প্রতিরক্ষা বাহিনীতে যোগদান করেছেন।

আরও পড়ুন :: তৃতীয় দিনের মতো বন্ধ মস্কো শেয়ারবাজার

এদিকে, আজ রাশিয়া ও ইউক্রেন প্রতিনিধি দলের দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের ৩৫২ বেসামরিক নাগরিক নিহত এবং এক হাজার ৬৮৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ছাড়া প্রচণ্ড লড়াইয়ের পাঁচ দিনে রাশিয়ার পাঁচ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের সামরিক কর্মকর্তারা।

আরও পড়ুন ::

Back to top button