রাজনীতিরাজ্য

‘সতর্ক করা হয়েছে, দরজা খোলা যেতে পারেন’, বিক্ষুব্ধদের বার্তা মমতার

Mamata Banerjee : ‘সতর্ক করা হয়েছে, দরজা খোলা যেতে পারেন’, বিক্ষুব্ধদের বার্তা মমতার - West Bengal News 24

মঙ্গলবার তৃণমূলের সাংগঠনিক বৈঠক করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা, ‘তৃণমূল (TMC) করতে গেলে আদর্শ-মূল্যবোধ নিয়ে করতে হবে। দলকে হারাতে নির্দল হয়ে দাঁড়াচ্ছেন। এঁদের নাম কেটে দেওয়া হবে। এঁদের নাম শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠিয়েছি।’ এদিন সদ্যসমাপ্ত পুরভোটে বিক্ষুব্ধ তৃণমূল, যারা নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন তাদের কড়া বার্তা পাঠান মমতা।

আরও পড়ুন :: ‘সাথে আছি’কে পাশে নিয়ে অগ্রদূত ক্লাবের রক্তদান শিবির

তাঁর কটাক্ষ, ‘দলের প্রার্থী থাকলেও, কেন নির্দলদের সমর্থন। এঁদের বলা হয়েছে এমন করবেন না। দুই-তিন জনকে সতর্ক করা হয়েছে। দরজা খোলা আছে যেতে পারেন। প্রথমে সতর্ক করব, তারপর শো-কজ এবং তারপরে সাসপেন্ড করব।’

এদিকে তৃণমূলের নতুন শৃঙ্খলারক্ষা কমিটি ঘোষণা করেছেন দলনেত্রী। অভিষেক মুখোপাধ্যায়, সুব্রত বক্সি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কমিটি গঠন। এই কমিটিতে জায়গা পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

সূত্র : ক্যালকাটা নিউজ

আরও পড়ুন ::

Back to top button