আন্তর্জাতিক

স্কুলে ফেরা অনিশ্চিত ১ কোটি ১০ লাখের বেশি মেয়ের

স্কুলে ফেরা অনিশ্চিত ১ কোটি ১০ লাখের বেশি মেয়ের - West Bengal News 24

করোনাভাইরাস মহামারির পরে বিশ্বব্যাপী ১ কোটি ১০ লাখের বেশি মেয়ে স্কুলে নাও ফিরতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। সংস্থাটির ভাষ্য—স্কুল বন্ধ, অর্থনৈতিক চাপ এবং পরিষেবার ব্যাঘাত মেয়েদের স্বাস্থ্য, সামগ্রিক কল্যাণ ও ভবিষ্যতকে ঝুঁকির মধ্যে ফেলেছে।

মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসে ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে এ শঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘কোভিড-১৯ মেয়েদের জীবন ধ্বংস করছে। বিশ্বব্যাপী ১ কোটি ১০ লাখের বেশি মেয়ে করোনা মহামারির পরে স্কুলে নাও ফিরতে পারে।’

আরও পড়ুন : কাউকে ক্ষমা করব না, সবাইকে শাস্তি পেতে হবে : জেলেনস্কি

আগামী এক দশকে আরও ১ কোটি মেয়ে শিশু বিয়ের ঝুঁকিতে আছে বলেও মন্তব্য করেন তিনি।

ক্যাথরিন রাসেল বলেন, ‘যেহেতু, লকডাউন শিশুদের আরও বেশি সময় তাদের বাড়িতে কাটাতে বাধ্য করে, এক্ষেত্রে গৃহস্থালি কাজের বেশিরভাগই মেয়েদের কাঁধে বর্তায়। অনেকে তাদের নির্যাতনকারীর সঙ্গে একসাথে থাকতে বাধ্য হচ্ছে এবং তাদের সুরক্ষার জন্য সহায়ক সেবা ও কমিউনিটি থেকে বিচ্ছিন্ন থাকছে। যৌন সহিংসতাসহ লিঙ্গভিত্তিক সহিংসতা বাড়ছে।’

মেয়েদের অবশ্যই বৈশ্বিক, জাতীয় এবং স্থানীয় মহামারি মোকাবিলা ও পুনরুদ্ধার পরিকল্পনার কেন্দ্রে রাখার আহ্বানও জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক।

তিনি বলেন, ‘মেয়েদের শিক্ষা পুনরায় শুরু করার সুযোগ দিতে স্কুলগুলো খোলা রাখা এবং যারা পিছিয়ে পড়েছে তাদের ঘাটতি পূরণে সহায়তা দিতে প্রয়োজনীয় সম্পদের পেছনে বিনিয়োগ করতে হবে।’

আরও পড়ুন ::

Back to top button