আন্তর্জাতিক

পুতিন চাইলে আলোচনায় রাজি জেলেনস্কি

Volodymyr Zelenskyy : পুতিন চাইলে আলোচনায় রাজি জেলেনস্কি - West Bengal News 24

যুদ্ধ থামাতে যে কোনো সময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান জোভকভা এ কথা জানান।

জোভকভা বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে যে কোনো সময় সরাসরি আলোচনায় রাজি আছেন। তবে আলোচনায় রাশিয়ার এখন যে অবস্থান তা নিয়ে তিনি কোনো আপস করবেন না।

আরও পড়ুন :: শরণার্থীদের সাহায্যের প্রশ্নে হাসলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের উপপ্রধান জোভকভা বলেন, এটি খুবই ভালো খবর যে তারা বৈঠক করেছেন। যুদ্ধ বন্ধ, যুদ্ধবিরতি কার্যকর ও সেনা প্রত্যাহার একজনের ওপর নির্ভর করছে।

জোভকভা বলেন, আমার দেশ, ইউক্রেনের নাগরিকরা ইউরোপীয় পরিবারের সদস্য হওয়ার দাবি রাখে। ইউক্রেন পুরো ইউরোপের নিরাপত্তার জন্য লড়ছে।

আরও পড়ুন ::

Back to top button