জাতীয়
গ্রেফতার হলেন পেটিএমের প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা, জানুন কারণ
গত মাসে দিল্লির ডিসিপি সাউথের গাড়িতে ধাক্কা মারার ঘটনায় গ্রেফতার হলেন পেটিএম (Paytm)-এর প্রতিষ্ঠাতা তথা সিইও বিজয় শেখর শর্মা (Vijay Sekhar Sharma)।
বিজয়ের গাড়ি গত ফেব্রুয়ারিতে ধাক্কা মেরেছিল ডিসিপি সাউথের গাড়িতে।
আরও পড়ুন :: ভরাডুবির পর রাহুল-প্রিয়াংকার পদত্যাগের গুঞ্জন
সেই ঘটনায় গ্রেফতার হওয়ার পর অবশ্য জামিন পেয়ে যান পেটিএম-এর প্রতিষ্ঠাতা।
Delhi | Vijay Shekhar Sharma, founder and CEO of Paytm, was arrested and later released on bail for ramming his car into the vehicle of DCP South in the month of February
— ANI (@ANI) March 13, 2022