Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন ইউক্রেনীয় ব্যালে তারকা

Ukraine Ballet Star Artyom Datsishin : রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন ইউক্রেনীয় ব্যালে তারকা - West Bengal News 24

রাশিয়ান ক্ষেপনাস্ত্র হামলায় আহত ইউক্রেনের ব্যালে তারকা আর্টিওম দাকশিন মারা গেছেন। বৃহস্পতিবার মৃত্যু হয় ৪৩ বছরের এই শিল্পীর। কয়েকদিন আগে ইউক্রেনে আর্টিওরমের বাড়িতে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে রাশিয়া । এতে তিনি গুরুতর আহত হোন।

ইউক্রেনীয় এই ব্যালে তারকা ন্যাশনাল অপেরার সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার কিয়েভে তার মরদেহ দাহ করা হয়।

আরও পড়ুন :: বাইডেনের সঙ্গে কথা বলার পরই নতুন চুক্তিতে স্বাক্ষর চীনের

কয়েকদিন আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে নিজের আবাসনে থাকার সময়ও রাশিয়ার রকেট হামলায় নিহত হন ইউক্রেনের জনপ্রিয় অভিনেত্রী ওকসানা শভেটস। ওকসানার বয়স হয়েছিল ৬৭ বছর। কিছুদিন আগে শিল্পীদের জন্য ইউক্রেনের সর্বোচ্চ সম্মান ‘ওনার্ড আর্টিস্ট অব ইউক্রেন’পেয়েছিলেন তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালযয়ের তথ্য অনুসারে, রাশিয়ান হামলা শুরু হওয়ার পর থেকে ইউক্রেনে এখন পর্যন্ত প্রায় ৬০০ বেসামরিক লোক নিহত এবং ১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

আরও পড়ুন ::

Back to top button