আন্তর্জাতিক

কাবুলে মাধ্যমিক বিদ্যালয়ে পর পর বিস্ফোরণ, নিহত ৬

কাবুলে মাধ্যমিক বিদ্যালয়ে পর পর বিস্ফোরণ, নিহত ৬ - West Bengal News 24

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি মাধ্যমিক বিদ্যালয়ে দুটি বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।

আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি এ খবর জানিয়েছে।

যে বিদ্যালয়টিতে বিস্ফোরণ ঘটেছে, তার আশপাশে শিয়া হাজেরা সম্প্রদায়ের লোকজনের বাসবাস। এ জনগোষ্ঠিকে দীর্ঘদিন ধরে লক্ষ্যে পরিণত করে আসছে আইএসকেপি (ইসলামিক স্ট্যাট অব খোরাসান প্রোভিন্স)।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি।

কাবুল কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, ‘আব্দুল রহিম শহিদ বিদ্যালয়ের সামনে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি বলেন, ‘মৃতদের মধ্যে শিয়া সম্প্রদায়ের লোকজন রয়েছেন।’

আরও পড়ুন :: ইউক্রেনের নারীদের ‘ধর্ষণের অনুমতি’ দিলেন রুশ সেনার স্ত্রী!

পরে আরও একটি বিস্ফোরণ ঘটে ইংরেজি ভাষা সেন্টারে। ওই স্থানটি ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। এটা পরিষ্কার নয় যে, ওই বিস্ফোরণ বিস্ফোরকের কারণে ঘটেছে কিনা।

গণমাধ্যমে প্রকাশিত ছবিতে হতাহতদের মধ্যে কিশোরদেরও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থ এএফপির খবরে বলা হয়, আব্দুল রহিম শহিদ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীরা ক্লাস করতে আসার সময় এ হামলার ঘটনা ঘটে। ওই স্কুলে এক হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে।

গত বছরের ১৫ আগস্ট কাবুলে ক্ষমতা দখল করে তালেবানরা। এর পর থেকে দেশটিতে একাধিক হামলা চালিয়েছে জঙ্গি সংগঠন আইএস। এতে কয়েকশ’ মানুষের প্রাণহানি হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button