জাতীয়

ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

Narendra Modi : ইউক্রেনে যুদ্ধবিরতির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী - West Bengal News 24

ইউক্রেনে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনার আহ্বানও জানিয়েছেন তিনি।

ডেনমার্কের রাজধানী কোপেনহাগেনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আমরা ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আহ্বান জানাচ্ছি এ সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক পন্থা অবলম্বনের।

মোদি বর্তমানে ইউরোপে কূটনৈতিক সফরে রয়েছেন। ইউক্রেন যুদ্ধের বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়ার জন্য চাপে রয়েছে রাশিয়ার মিত্র ভারত।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো।

এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনকে আধুনিক অস্ত্র সরবরাহ করছে। যার জন্য অত্যন্ত ক্ষিপ্ত হয়েছে মস্কো। ইতোমধ্যে ইউক্রেনে বিভিন্ন দেশের সরবরাহ করা অস্ত্র যেসব জায়গায় রাখা হয়েছে সেখানে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

 

আরও পড়ুন ::

Back to top button