রাজ্য

কাঁকুড়গাছিতে খুন বিজেপি কর্মীর!

কাঁকুড়গাছিতে খুন বিজেপি কর্মীর! - West Bengal News 24

কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের মৃত্যুর ঘটনায় এবার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করল সিবিআই। আগামী বুধবার সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোট পরবর্তী হিংসায় নিহত হন বিজেপি কর্মী অভিজিত্‍ সরকার। অভিজিত্‍ খুনের তদন্ত করছে সিবিআই। নিহতের পরিবারের সদস্যরা পরেশ পালের নামে সিবিআই তদন্তকারীদের কাছে অভিযোগ জানিয়েছিলেন।

তারই ভিত্তিতে এবার সরাসরি পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা।

উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার জেরে কলকাতার কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিত্‍ সরকার খুন হয়েছিলেন বলে দাবি তাঁর পরিবারের সদস্যদের। পরবর্তী সময়ে অভিজিত্‍ খুনের তদন্ত শুরু করে সিবিআই।

জানা গিয়েছে, বিজেপি কর্মী অভিজিত্‍ সরকার খুনের তদন্তে নেমে একাধিকবার তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সিবিআই আধিকারিকরা। তদন্তকারীদের কাছে অভিজিত্‍ খুনে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের জড়িত থাকার অভিযোগা তোলেন পরিবারের সদস্যরা।

অভিজিতের পরিবারের সদস্যদের সেই দাবির পরিপ্রেক্ষিতেই এবার পরেশ পালকে সিবিআই তলব। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আগামী বুধবার বেলেঘাটার তৃণমূল বিধায়ককে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সংস্থার কার্যালয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিজিত্‍ সরকারের মৃত্যু প্রসঙ্গে পরেশ পালের সঙ্গে এবার সরাসরি কথা বলবেন তদন্তকারী অফিসাররা। অভিজিতের পরিবারের অভিযোগ নিয়ে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা।

দিন কয়েক আগেই অভিজিত্‍ সরকার খুনে সিবিআই তদন্তে গড়িমশির অভিযোগ তুলেছিলেন তাঁর দাদা বিশ্বজিত্‍ সরকার। প্রতিবাদ স্বরূপ সল্টলেকে সিবিআই দফতরের সামনে আমরণ অনশনে বসেছিলেন কাঁকুড়গাছির নিহত বিজেপি কর্মী অভিজিত্‍ সরকারের দাদা বিশ্বজিত্‍ সরকার। অভিজিত্‍ সরকারের দাদার এই প্রতিবাদের পরপরই বিজেপি কর্মী খুনে তদন্তে গতি বাড়াল কেন্দ্রীয় সংস্থা।

 

আরও পড়ুন ::

Back to top button