রাজ্য

তৃণমূলে যোগ দেবেন অর্জুন?

Arjun Singh : তৃণমূলে যোগ দেবেন অর্জুন? - West Bengal News 24

বঙ্গ বিজেপির ক্ষুব্ধ সাংসদ অর্জুন সিংয়ের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা আরও জোরদার হয়েছে। শনিবার ব্যারাকপুর এলাকায় তৃণমূলে অর্জুন সিংকে স্বাগত জানানোর একটি পোস্টার সাঁটানো হয়েছে। এই পোস্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে।

এর সঙ্গে শনিবার অর্জুন সিংয়ের ট্যুইটে ‘শের-শায়েরি’ নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তৃণমূলে তাঁর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে। রবিবার তিনি তৃণমূলে যোগ দেবেন বলে জল্পনা রয়েছে।

সম্প্রতি অর্জুন সিং দিল্লীতে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার সাথে দেখা করেন। বৈঠকের পর অর্জুন সিং বলেন, ১৫ দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। এদিকে অর্জুন সিং ক্রমাগত ট্যুইট করছেন। ‘শের শায়েরি’র মাধ্যমে রাজনৈতিক সংকেত দিচ্ছেন।

অর্জুন সিং শুক্রবার সংগঠনের সিনিয়র পদে থাকা সত্ত্বেও তাকে সঠিকভাবে কাজ করতে না দেওয়ার জন্য দলের রাজ্য নেতৃত্বের নিন্দা করেন। অর্জুন সিং বলেন, “আমি সম্প্রতি আমাদের জাতীয় সভাপতি জেপি নাড্ডা জির সাথে দেখা করে রাজ্য বিজেপির অবস্থা সম্পর্কে জানিয়েছি।

রাজ্য সহ-সভাপতি হয়েও আমাকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না।” তিনি বলেন, “যারা সংগঠনের কিছুই বোঝেন না তারাই প্রচার করছেন। আমি নাড্ডা জিকে সব বলেছি। দল আমাদের চেয়ার দিয়েছে কিন্তু পায়া নেই, দল কলম দিয়েছে কিন্তু কালি নেই।”

অর্জুন সিংয়ের বিদ্রোহী মনোভাবের কারণে তাকে নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাঁচা পাটের মূল্যসীমা তুলে নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানানোর একদিন পর শনিবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিদ্রোহী মনোভাব আবার দেখা গেল।

 

আরও পড়ুন ::

Back to top button