Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিক

ইমরান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগ

ইমরান খানের বিরুদ্ধে আদালতে অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার (২৬ মে) এ সম্পর্কিত একটি আবেদনপত্র সুপ্রিম কোর্ট জমা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আজাদি মার্চ চলাকালে পিটিআইয়ের চেয়ারম্যান সর্বোচ্চ আদালতের আদেশ মানেননি। খবর জিও নিউজের।

এর আগে দেশটির সর্বোচ্চ আদালত রেড জোন ডি-চকে সমাবেশ না করার নির্দেশনা দেয়। তবে পিটিআই সে নির্দেশ অমান্য করে সেখানে সমাবেশ করার ঘোষণা দেয়। এরপরই ইমরান খানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হলো।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট আদালত অবমাননার অভিযোগটি শুনানির জন্য গ্রহণ করেছে ও ঘটনার তদন্তে একটি বেঞ্চ গঠন করেছে।

এদিকে রাজধানী ইসলামাবাদের নবম অ্যাভিনিউতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিয়েছেন পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। এসময় তিনি সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিতে সরকারকে ছয় দিনের সময় দিয়েছেন। অন্যথায় তিনি সমগ্র জাতিকে নিয়ে রাজধানী দখল করবেন বলে সতর্ক করেছেন।

এর আগে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইকে সমাবেশ করার সুযোগ দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করে দেশটির সর্বোচ্চ আদালত।

বুধবার (২৫ মে) পিটিআইকে রাজধানীর এইচ-৯ ও জি-৯ এলাকার মধ্যে সমাবেশ করার অনুমতি দেয় পাকিস্তান সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন ::

Back to top button