প্রযুক্তি

অ্যাপ ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়! না জানা থাকলে জেনে নিন

অ্যাপ ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করার উপায়! না জানা থাকলে জেনে নিন - West Bengal News 24

ফেসবুক ভিডিও ডাউনলোড করে সংরক্ষণ করতে চান অনেকেই। কিন্তু নিয়ম না জানলে সহজে ফেসবুক ভিডিও ডাউনলোড করা কঠিন। এজন্য অনেকেই থার্ড পার্টি অ্যাপসের সহযোগিতা নেন। এসব অ্যাপস ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি থেকেই যায়।

কীভাবে থার্ড পার্টি অ্যাপস ছাড়াই ফেসবুক ভিডিও ডাউনলোড করবেন, দেখে নিন-

* প্রথমেই আপনাকে ফেসবুক ভিডিও লিংক কপি করতে হবে।

* এরপর গুগল ক্রোম চালু করুন। সেখানে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে- Online Facebook Instagram Video Download। এবং সার্চ করুন।

আরও পড়ুন :: টাইপ না করেই পাঠানো যায় মেসেজ, জেনে নিন হোয়াটসঅ্যাপের সহজ ট্রিক

* সার্চ করার পর একাধিক ওয়েব সাইট ওপেন হবে। সেখানে একাধিক সাইট আসবে। তার মধ্যে যে কোনো একটি সাইট বেছে নিতে হবে। আপনি ইচ্ছুক হলে সরাসরি https://inflact.com/downloader/-এই সাইটেও ঢুকতে পারেন।

* এরপর কোথা থেকে ভিডিও ডাউনলোড করতে চাইছেন সেই অপশন সিলেক্ট করতে হবে।

* তারপর একটি পেজ খুলবে। সেখানে ওই লিংক দিয়ে ডাউনলোড অপশনে ট্যাপ করুন। সঙ্গে সঙ্গে ডাউনলোড হবে আপনার পছন্দের ভিডিও।

এই প্রক্রিয়ায় আপনি ফেসবুক, ইনস্টগ্রাম কিংবা টুইটার ভিডিও সহজে ডাউনলোড করতে পারবেন। এর জন্য অতিরিক্ত কোনো অ্যাপ ডাউনলোড করার দরকার নেই।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য