জাতীয়

নীতীশ কুমারের দলে বড়ো ভাঙন!

নীতীশ কুমারের দলে বড়ো ভাঙন!

মণিপুরে নীতীশ কুমারের দল জেডিইউ-র বিধায়ক সংখ্যা সাত। তাঁদের মধ্যে পাঁচ জন বিজেপিতে যোগ দিলেন।

মণিপুর বিধানসভার একটি বিবৃতিতে বলা হয়েছে, ন’বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার জোট ভেঙে যাওয়ার কয়েক সপ্তাহ পরে এই ঘটনা ঘটেছে।

মণিপুর বিধানসভার সচিব কে মেঘাজিৎ সিংহ স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়েছে, বিজেপিতে জেডিইউর পাঁচজন বিধায়কের মিশে যাওয়ার ঘটনায় খুশি হয়েছেন স্পিকার।

যেহেতু বিধায়করা পক্ষ পরিবর্তন করেছেন এবং তাঁদের সংখ্যা মোট বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি, তাই এই ঘটনা বৈধ বলে বিবেচিত হবে।

এই নিয়ে দ্বিতীয় বার উত্তর-পূর্বে নীতীশ কুমারের দলের বিধায়কদের নিশানা করল বিজেপি। ২০২০ সালে, অরুণাচলপ্রদেশে সাতজন জেডিইউ বিধায়কের মধ্যে ছ’জন বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং গত সপ্তাহে একমাত্র বিধায়কও বিজেপিতে চলে যান।

চলতি বছরের মার্চে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে জেডিইউ ছ’টিতে জিতেছিল। বিজেপিতে যোগদানকারী বিধায়করা হলেন কে জয়কিসান, এন সানাতে, মহম্মদ আছাবউদ্দিন, প্রাক্তন ডিজিপি এল এম খাউতে এবং থাংজাম অরুণকুমার।

খাউতে এবং অরুণকুমার আগে বিজেপির হয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, কিন্তু দল মুখ ফেরানোয় জেডিইউতে যোগ দিয়েছিলেন তাঁরা।

আরও পড়ুন ::

Back to top button