খেলা

টেনিস থেকে অবসরের ঘোষণা রজার ফেদেরারের

Roger Federer : টেনিস থেকে অবসরের ঘোষণা রজার ফেদেরারের - West Bengal News 24

টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রজার ফেদেরার। এ মাসে লন্ডনে হতে যাওয়া লেভার কাপই হতে যাচ্ছে তার শেষ টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় বিদায়ের ঘোষণা দেন ২০ বার গ্র্যান্ড স্লামজয়ী এই কিংবদন্তি।

ফেদেরার বলেন, ‘আপনাদের অনেকেই যেমনটি জানেন, গত তিন বছর ধরেই চোট, অস্ত্রোপচারের ধকল নিতে হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থায় ফিরতে কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে নিজের সামর্থ্য ও সীমা জানি এবং তারা যে বার্তা দিচ্ছে তাও পরিষ্কার। ৪১ বছর বয়স। ২৪ বছর ধরে ১৫০০-এর বেশি ম্যাচ খেলেছি। স্বপ্নেও ভাবিনি, টেনিস আমাকে এভাবে গ্রহণ করবে। প্রতিদ্বন্দ্বিতামূলক ক্যারিয়ার শেষ করার যে এখনই সময়, সেটিও মেনে নিতে হবে।’

‘সামনের সপ্তাহে লন্ডনের লেভার কাপই আমার শেষ এটিপি টুর্নামেন্ট। ভবিষ্যতেও টেনিস খেলব, তবে গ্র্যান্ড স্লাম বা (এটিপি) ট্যুরে নয়’, যোগ করেন ফেদেরার।

আরও পড়ুন ::

Back to top button