আন্তর্জাতিক

সরকারি গোপনীয়তা লঙ্ঘনের মামলা: অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড

Aung San Suu Kyi : সরকারি গোপনীয়তা লঙ্ঘনের মামলা: অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড - West Bengal News 24

মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সামরিক শাসিত মিয়ানমারের একটি আদালত সু চিকে এই কারাদণ্ড দেয়। সাজা ভোগের সময় তাকে কোনো কঠোর পরিশ্রম করতে হবে না।

এখনও পর্যন্ত রায় হওয়া বিভিন্ন মামলায় অং সান সু চিকে ১৭ বছরেরও বেশি কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আরও পড়ুন :: পার্থ-অর্পিতা জেলে, নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো উদ্বোধন কার হাতে?

সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা সু চির পাশাপাশি তার সাবেক অর্থনৈতিক উপদেষ্টা অস্ট্রেলিয়ান নাগরিক শন টার্নেলকেও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শন টার্নেল অস্ট্রেলিয়ার ম্যাকুয়ারি ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। সামরিক অভ্যুত্থানের কয়েকদিন পর তিনি আটক হন।

সু চি ও তার উপদেষ্টার বিরুদ্ধে সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। এই অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে। তবে কীভাবে তারা সরকারি গোপনীয়তা লঙ্ঘন করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেনি মিয়ানমারের জান্তা সরকার।

আরও পড়ুন ::

Back to top button