আন্তর্জাতিক

রেকর্ড দরপতনে সংকটের মুখে সুইস ব্যাংক

রেকর্ড দরপতনে সংকটের মুখে সুইস ব্যাংক

রেকর্ড দরপতন হয়েছে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকে। এতে করে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়েছে সংস্থাটি। দ্য টেলিগ্রাফ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকটির অবস্থা ভালো যাচ্ছে না। বিভিন্ন সমস্যার মধ্যেই এর শেয়ারে ধস নামতে শুরু করে।

স্থানীয় সময় সোমবার (৩ অক্টোবর) সকালে বাজারের লেনদেনে এর শেয়ারের দাম অন্তত ১২ শতাংশ কমে যায়। তবে দিনশেষে দর কিছুটা বেড়েছিল। এর আগে, বছরের শুরুতে এখন পর্যন্ত ৬০ শতাংশ মার্কেট ভ্যালু হারিয়েছে সুইস ব্যাংক।

বছরের শেষ নাগাদ ইতিহাসের সবচেয়ে বড় দরপতনের পথে রয়েছে প্রতিষ্ঠানটি। এমন অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করছে বলেও জানা গেছে। রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে, গত বছর ব্রিটিশ আর্থিক প্রতিষ্ঠান গ্রিনসিলের সঙ্গে সম্পর্কিত তহবিল সরবরাহ ব্যবস্থায় ধস নামে।

এতে ১ হাজার কোটি ডলার হারায় ক্রেডিট সুইস। পাশাপাশি আরকেগোস বিনিয়োগ তহবিলে ধস নামায় ৫৫০ কোটি ডলার বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হয় ব্যাংকটির। বছরের শেষ প্রান্তিকে এসে ২০০ কোটি সুইস ফ্রাংক বা ২২০ কোটি ডলার সমপরিমাণ লোকসানে রয়েছে সুইস ব্যাংক।

গত বছর মোট ১৫৭ কোটি ২০ লাখ ফ্রাংক লোকসান করে প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন ::

Back to top button