রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানির পরিবারকে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় আটক করা হলো এক ব্যক্তিকে। বুধবার মধ্যরাতেই বিহারের দ্বারভাঙা থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। মুম্বই পুলিশের একটি টিম বিহার পুলিশের সাহায্য নিয়ে অভিযুক্তকে আটক করেছে। অভিযুক্ত যুবকের নাম রাকেশ কুমার মিশ্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিনই মুকেশ আম্বানি, তাঁর স্ত্রী নীতা আম্বানি এবং তাঁদের দুই সন্তানকে খুনের হুমকি দিয়ে এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ফোন আসে৷ এমনকী, হাসপাতাল উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। এর পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ৷ দাড়ভাঙার মনিগাছি থানা এলাকার ব্রহ্মপুরা গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে৷ যে মোবাইল ফোন থেকে হুমকি দেওয়া হয়েছিল, সেটিও বাজেয়াপ্ত করে পুলিশ৷ মুম্বাই পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে৷
উল্লেখ্য, এইবার প্রথম নয়, ১৫ অগাস্টও এই ধরনেরই হুমকি ফোন এসেছিল রিলায়েন্স হাসপাতালের ফোনে৷ সেই সময় মুকেশ আম্বানিকে প্রাণে মারার হুমকি দেওয়া হয়৷ পরপর আটবার ফোন করা হয়েছিল। ওই ঘটনায় মুম্বই থেকেই এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। এছাড়াও গতবছর মুকেশ আম্বানির বাড়ির সামনে একটি গাড়ি থেকে জিলেটিন স্টিক এবং হুমকি চিঠি উদ্ধার করে পুলিশ৷