২০১৪ সালের টেট উত্তীর্ণ নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ তিনি করুণাময়ী এপিসি ভবনের সামনে আন্দোলনকারীদের কাছে আসেন। এখানে বিক্ষোভে বসেছেন চাকরি প্রার্থীরা। চতুর্থ দিনে পড়েছে তাঁদের আন্দোলন। খালি পেটেই চলছে স্লোগান। এখনও পর্যন্ত তাঁদের গলা দিয়ে জলও নামেনি। অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। তবু নিজেদের দাবিতে অনঢ় তাঁরা।
এই পরিস্থিতিতেই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন সুকান্ত। তাঁর কাছে নিজেদের দাবিদাওয়া জানান চাকরিপ্রার্থীরা।
আন্দোলনকারী বলেন, “আমাদের বলা হচ্ছে আমরা অযোগ্য, বলা হচ্ছে পয়েন্ট ফাইভ মার্কসের জন্য আমরা পাইনি। আমরা দু’বার ইন্টারভিউ দিয়েছি। কিন্তু মার্কসটা তো আমাদের দেওয়া হয়নি। সেটা দিয়ে দিক আগে, তারপর বলা হোক আমরা অযোগ্য।”
আন্দোলনকারীদের সমর্থন করে সুকান্তর বক্তব্য, “আপনাদের ফের ইন্টারভিউ দেওয়ার কোনও যৌক্তিকতা আমি খুঁজে পাচ্ছি না।