আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে যা বললেন ঋষি

Rishi Sunak : প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণে যা বললেন ঋষি - West Bengal News 24

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক। দায়িত্ব নিয়েই পূর্বসূরি লিজ ট্রাসের ভুল সংশোধনের ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন ঋষি। এরপর ১০ ডাউনিং স্ট্রিটে পৌঁছে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ভাষণ দেন কনজারভেটিভ পার্টির এই নেতা।

পূর্বসূরি লিজ ট্রাসের প্রতি সম্মান জানিয়ে ঋষি সুনাক বলেন, দেশের প্রবৃদ্ধি বাড়াতে চাওয়া ভুল নয়। এটি একটি মহৎ উদ্দেশ্য। সেটি করতে গিয়ে কিছু ভুল করা হয়েছে। কিন্তু এগুলো অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়নি। তবুও সেগুলো ভুলই। এসব সংশোধন করতে আমি বদ্ধপরিকর।

নতুন প্রধানমন্ত্রী বলেন, আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। আমি আপনাদের জন্য দিন-রাত কাজ করব। করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে অনেক কঠিন পরিস্থিতি চলছে। তবে চাপের কাছে কখনোই মাথা নত করব না। আমি দেশকে ভবিষ্যতের পথে নেতৃত্ব দিতে এবং আপনাদের চাহিদাকে রাজনীতির ঊর্ধ্বে স্থান দিতে প্রস্তুত।

এ সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিও সম্মান জানান ঋষি সুনাক। বরিসের উদারতার কথা সবসময় মনে রাখবেন বলে উল্লেখ করেন।

প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। তবে মাত্র ৪৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button