বরখাস্ত হয়েও কোটি কোটি টাকা পাচ্ছেন পরাগ আগরওয়াল
নানা জল্পনার পর শেষমেশ বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। গতকাল বৃহস্পতিবার ইলন মাস্ক মালিকানা গ্রহণের পরপরই টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়ালসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের চাকরিচ্যুত করেছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক অভিযোগ করেছেন এসব কর্মকর্তা তাকে বিভ্রান্ত করেছেন। তবে চাকরি হারালেও বেশ মোটা অঙ্কের টাকা পাচ্ছেন পরাগ আগারওয়াল।
রিপোর্ট, ক্ষতিপূরণ বাবদ পরাগ ৪২ মিলিয়ন ডলার ( ভারতীয় মুদ্রায় প্রায় ৩৪৫ কোটি রুপির বেশি) পেতে পারেন। পরাগের চাকরির চুক্তি অনুযায়ী, কোম্পানি বিক্রির ১২ মাসের মধ্যে যদি পরাগ আগরওয়ালকে ছাঁটাই করা হয়, তাহলে তাকে ৪২ মিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। এই আবহে চাকরি হারিয়েও একলাফে অনেকটাই ধনী হলেন পরাগ।
আগরওয়াল পূর্বে টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) ছিলেন। এরপর গত বছরের নভেম্বরে তাকে সিইও পদে দায়িত্বে বসানো হয়।