Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ফুটবল

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রতারণার শিকার হওয়ার দাবি রোনাল্ডোর

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে প্রতারণার শিকার হওয়ার দাবি রোনাল্ডোর

জনপ্রিয় ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ক্ষোভ উগড়ে দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

কোচ টেন হাগের ফুটবল দর্শনের সঙ্গে না মেলায় চলতি মরসুমে বেশিরভাগ সময়ই পর্তুগিজ তারকাকে কাটাতে হয়েছে বেঞ্চে। এ নিয়ে রোনাল্ডোর মধ্যে বেশ ক্ষোভও দেখা যায়।

শুধু টেন হাগই নয়, রোনাল্ডোর কথার বানে বিদ্ধ হয়েছেন সাবেক সতীর্থ ওয়েইন রুনি আর ম্যানইউয়ের কিছু ক্লাব কর্মকর্তাও।

মরগানকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রোনাল্ডো বলেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড আমাকে জোরপূর্বক তাড়িয়ে দিতে চেয়েছিল। শুধু ম্যানেজার-ই নন, ক্লাবের দায়িত্বে থাকা অন্যরাও একই চেষ্টা করেছিলেন। আমি এখানে প্রতারণার শিকার হয়েছি।’

রোনাল্ডো আরও বলেন, ‘কিছু মানুষ আমাকে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে চান না, এমনটাই আমার মনে হয়। শুধু এ বছরেই না, গত মৌসুমেও তাঁরা আমাকে চাননি।’

টেন হাগের প্রতি নিজের ক্ষোভের কথা জানিয়ে কোনও রাখঢাক না রেখেই রোনাল্ডো বলেন, ‘কোচের প্রতি আমার কোনও সম্মান নেই। বিষয়টা সহজ, কারণ সেও আমাকে কোনও সম্মান দেখান না।’

স্যার অ্যালেক্স ফার্গুসন বিদায়ের পর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোনও উন্নতি হয়নি বলেও মন্তব্য করেছেন পর্তুগিজ তারকা।

প্রাক্তন সতীর্থ ওয়েইন রুনিকে উদ্দেশ্য করেও বেশ কড়াভাবেই কথা বলেছেন রোনাল্ডো। তিনি বলেন, ‘আমি জানি না, উনি (রুনি) কেন আমাকে এত তীব্রভাবে সমালোচনা করেন। সম্ভবত উনি খেলা ছেড়ে দিয়েছেন আর আমি এখনও শীর্ষ পর্যায়ে খেলে চলেছি এ জন্য। আমি বলতে চাই না যে আমি তাঁর চেয়ে ভাল খেলোয়াড়, যেটা আসলে সত্যি…।’

আরও পড়ুন ::

Back to top button