রাজনীতিরাজ্য

প্রাপ্য টাকা নিয়ে রাখছে’, কেন্দ্রকে কটাক্ষ আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

প্রাপ্য টাকা নিয়ে রাখছে', কেন্দ্রকে কটাক্ষ আন্দোলনের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

‘এটা কারও দয়ার টাকা নয়, রাজ্যের প্রাপ্য। বাধ্যতামূলক সত্ত্বেও টাকা দিচ্ছে না কেন্দ্র।’‌ একশো দিনের কাজের প্রাপ্য টাকা বকেয়া নিয়ে রাজ্য–কেন্দ্র দড়ি টানাটানি চলছেই। কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে বলে অভিযোগ। রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিকবার আবেদন জানিয়েও অর্থ মেলেনি। এবার সেই টাকা আদায়ে আন্দোলনের ডাক দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “টাকা কেন আটকাবে? সব প্রাপ্য টাকা নিয়ে রাখছে৷ আমাদের টাকা কেন দেবে না? আমি ওয়াচ করছি ওরা কুকথা নিয়ে ব্যস্ত৷ উন্নয়ন নেই ওদের। সময় হলেই আন্দোলন হবে।’ এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এই দুর্নীতি-কাণ্ডে ধৃত ‘মিডলম্যান’ প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের একটি বাড়ির দলিল উদ্ধার হয়। সেই বিষয়েও মুখ খোলেন মমতা। তিনি বলেন, ”যদি অর্পিতা নামে একজন মেয়ের বাড়ি থেকে কারও দলিল উদ্ধার হয়, যদিও তাকে আমি চিনি না, তাকে গ্রেফতার করা হয়েছে।

তাহলে বিজেপি নেতার দলিল যদি কারও বাড়ি থেকে উদ্ধার হয়, তাহলে সেই নেতাকে কেন গ্রেফতার করা হবে না?”

আরও পড়ুন ::

Back to top button