‘এনআরসি হতে দেব না’। মেঘালয় গিয়ে কেন্দ্রের এনআরসির বিরুদ্ধে সুর সপ্তমে চড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি শুক্রবার সেখানকার রাজ্য সরকারের উদ্দেশেও একের পর এক তোপ দাগেন অভিষেক।
অভিষেক বলেন, “এনআরসি হতে দেব না। মেঘালয়ের মানুষকে বোঝাতে হবে তাঁরা এখানকারই বাসিন্দা। আমরা অসমেও এর প্রতিবাদ করেছিলাম। আমাদের প্রতীকে ফুলের তিনটি পাপড়ি, কারণ একটা খাসি, একটা গারো, একটি জয়ন্তীয়া।”
মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে মৈত্রীর বার্তা দিয়ে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। মেঘালয় সেই রাস্তা দেখাবে। বাংলায় এনআরসি হতে দিইনি। দিল্লিতে মেঘালয় নিয়ে প্রতিবাদ করেছিলাম। সামনের সংসদের অধিবেশনে ফের ভেতরে ও বাইরে এই নিয়ে আন্দোলন চলবে।” এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।
এদিন অভিষেক দাবি করেছেন, “গারোতে এবার বিজেপি একটাও আসন পাবে না।এখানে কর্মসংস্থান নেই। স্কুলে শিক্ষক নেই। হাসপাতালে শিক্ষক নেই। পরিকাঠামো নেই। কিন্ত আমরা এর বদল করব।”
এদিন মেঘালয়ের গারো পাগাড়ের তুরায় দাঁড়িয়ে কড়া বার্তাও দিয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘এখানকার সরকার মেঘালয়ের উন্নয়নে সম্পূর্ণ ব্যর্থ। মেঘালয় সরকার দুর্নীতিগ্রস্ত, সাধারণ মানুষের টাকা লুঠ হয়েছে। কেন এখানে ইডি–সিবিআই তদন্ত হবে না? এটাই কি ডবল ইঞ্জিন সরকারের নীতি? সাহস থাকলে বিতর্কে বসুন।”
এর পাশাপাশি কিছুটা আনন্দে আপ্লুত হয়ে অভিষেক এও বলেন, “আমি খাসি, গারোয় গিয়েছিলাম। সেখানকার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি যে ভালবাসা প্রদর্শন করেছেন, তাতে আমার মাথা নত হয়ে গিয়েছে। পরেরবার এসে জয়ন্তীয়া যাব।”