রাজনীতিরাজ্য

আমিও রাস্তায় কাঠের গুড়ি ফেলতে পারি!’ হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suvendu Adhikari : আমিও রাস্তায় কাঠের গুড়ি ফেলতে পারি!’ হুঁশিয়ারি শুভেন্দুর - West Bengal News 24

তাঁর সভা বানচাল করার চেষ্টা করছে তৃণমূল৷ এই অভিযোগ তুলে বেহালার বাড়ি থেকে ডায়মন্ড হারবারে সভাস্থলে রওনা দেওয়ার আগে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রীতিমতো হংকারের সুরে তিনি বলেন, ‘মনে রাখবেন আজকেই দক্ষিণবঙ্গের আরও একটা সভা হচ্ছে পূর্ব মেদিনীপুরে৷’

প্রসঙ্গত, আজই শুভেন্দু গড় কাঁথিতে সভা রয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের৷ বিজেপি-র অভিযোগ, ডায়মন্ড হারবারের লাইট হাউস মাঠে শুভেন্দুর সভা বানচাল করতে চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, শুক্রবার রাতেই দুষ্কৃতীরা সভার মঞ্চ খুলে ফেলে, নিয়ে যাওয়া হয় চেয়ার৷ এমনকী, সেই সময় ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতৃত্বদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। এ দিন সকাল থেকে ফের নতুন করে মঞ্চ তৈরির কাজ শুরু হয়৷

দুপুরে বেহালা থেকে ডায়মন্ড হারবারের উদ্দেশে রওনা দেওয়ার আগে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানান শুভেন্দু।

হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘মনে রাখবেন, আজকে দক্ষিণবঙ্গের আর একটি জায়গাতেও পূর্ব মেদিনীপুরে একটা সভা হচ্ছে৷ আমাদের সভায় যাওয়ার সব রাস্তা আটকে দিয়েছে৷ শুধুমাত্র আমি যে পথ ধরে যাবো সেটা ফাঁকা রয়েছে৷ আমিও চাইলে মারিশদা থেকে কোলাঘাট রাস্তায় কাঠের গুড়ি ফেলে দিতে পারি৷ তিন সেকেন্ড সময় লাগবে৷ কিন্তু আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না৷’ এমনটাই দাবি শুভেন্দুর।

অন্যদিকে এদিন সকাল থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মূল্যবৃদ্ধি-সহ নানা অভিযোগ তুলে দক্ষিণ ২৪ পরগণাজুড়ে পথ অবরোধ শুরু করে তৃণমূল৷

আরও পড়ুন ::

Back to top button