কলকাতা

আজ কলকাতায় এই মরশুমের শীতলতম দিন, ফিরল শীতের আমেজ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আজ কলকাতায় এই মরশুমের শীতলতম দিন, ফিরল শীতের আমেজ

অবশেষে ফিরল শীতের আমেজ। ধীরে ধীরে বঙ্গে পাড়ি জমাচ্ছে শীত। এক ধাক্কায় বেশ খানিকটা নেমে গেল তাপমাত্রার পারদ। আজ অর্থাৎ শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে হল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এখনও পর্যন্ত আজই এমরশুমের শীতলতম দিন। বেলা বাড়তেই শীত ভাব উধাও। আবার সন্ধ্যা ও রাতে হালকা শীতের আমেজ। আগামী চার পাঁসম্ভাবর মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার পাশাপাশি ঠান্ডার ভরপুর আমেজ জেলাগুলিতেও। সকাল থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূমে বেশ ঠান্ডা অনুভব হয়েছে। পশ্চিমের কোনও কোনও জেলায় আগামী কয়েকদিন পর ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের দার্জিলিং। সেখানে তাপমাত্রা নেমে গিয়েছে ৭.৮ ডিগ্রির ঘরে। ঠান্ডায় কাঁপছে কালিম্পংও। আজ কালিম্পেঙের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দাপট ক্রমশ বাড়াচ্ছে শীত।

এদিকে বঙ্গোপসাগরে ফের  নিম্নচাপের সম্ভাবনা। তবে বঙ্গে সরাসরি এর প্রভাব পড়ার সম্ভাবনা কম বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হবে দক্ষিণ আন্দামান সাগরে। সোমবারের মধ্যেই তা নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায়।

এরপর দু’তিন দিন পর আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর অভিমুখ হবে তামিলনাড়ু ও পন্ডিচেরি উপকূল। শুক্রবারের মধ্যে এটি তামিলনাড়ু উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

আরও পড়ুন ::

Back to top button