রাজনীতিরাজ্য

ডিসেম্বরে ছোট্ট করে দরজা খুলব?’ শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি অভিষেকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Abhishek Banerjee : ডিসেম্বরে ছোট্ট করে দরজা খুলব?’ শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি অভিষেকের - West Bengal News 24
কাঁথির সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

রাজ্য রাজনীতিতে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চলতি মাস। বিরোধী দলনেতা শুভেন্দু প্রায় নিয়ম করে প্রতিটি সভায় ডিসেম্বরে বড় কিছু একটা হবে হুঙ্কার দিচ্ছেন। শনিবারও ডায়মন্ডহারবারের লাইটহাউস মাঠে এনিয়ে সরব হন তিনি। পাশাপাশি, কাঁথিতে প্রভাত কুমার কলেজ মাঠের সভায় অভিষেকের মুখেও সেই ডিসেম্বর মাসের কথাই শোনা গেল। এদিন ডিসেম্বরের দরজা খুলে দেওয়ার হুমকি দিলেন অভিষেক।

তিনি বললেন, ‘দরজা খুললে বিজেপি দল থাকবে না। আগামী সপ্তাহে ছোট করে দরজা খুলব। ডিসেম্বর মাসেই ছোট করে দরজা খুলব। বেছে বেছে ঢুকবে।’

পাশাপাশি এও বলেন, ‘কিন্তু অনেকে নিষেধ করছে। তবুও দরজাটা ছোট্ট করে খুলে দিই? যারা ভেতরে ঢুকবে, প্রায়শ্চিত্ত করবে। দলের জন্য কাজ করবে তারা যাতে মাথার উপরে ছড়ি ঘোরাতে না পারে তার দায়িত্ব আমার।’

সভার শুরু থেকেই এ দিন শুভেন্দুকে তীব্র আক্রমণ করেন অভিষেক৷ তিনি বলেন, ‘‘ডায়মন্ডহারবারে ফুটেজ খেতে গিয়েছেন শুভেন্দু অধিকারী৷ আসলে ফুটেজ খেতেও আমার নাম নিতে হয়, দিল্লির নেতাদের কাছে নম্বর বাড়াতেও আমার নাম নিতে হবে৷’

প্রসঙ্গত, অভিষেকের সভার আগে ভূপতিনগরে বোমা ফেটে তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জনের মৃত্যু হয়। এদিন কাঁথির সভামঞ্চ থেকে বিজেপির ডিসেম্বর ধামাকার পালটা তৃণমূলের ‘বেইমান তাড়াও’ কর্মসূচির ঘোষণা করেন অভিষেক। বলেন, ‘কাল থেকে বিশ্বাসঘাতক ও বেইমান মুক্ত মেদিনীপুর পালন হবে।’ শুভেন্দুকে মেদিনীপুর ছাড়া করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button