রাজ্য

বগটুই-কাণ্ডে সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত লালন, ৬ দিনের পুলিশি হেফাজত

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বগটুই-কাণ্ডে সিবিআইয়ের জালে মূল অভিযুক্ত লালন, ৬ দিনের পুলিশি হেফাজত

প্রায় ৯ মাস ফেরার থাকার পর সিবিআই-এর জালে বগটুই-গণহত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখ ওরফে ছোট লালন। লালন শেখ ওরফে ছোট লালন  নিহত ভাদু শেখের ছায়াসঙ্গী ছিল বলে সূত্রের খবর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে তাকে গ্রেফতার করে সিবিআই। আজ অর্থাৎ রবিবার ধৃতকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। সিবিআই ৮ দিনের হেফাজত চেয়ে আদালতে আবেদন জানায়। বিচারক ধৃতকে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন।

ঠিক কী ঘটেছিল বগটুইতে?
২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ বোমা মেরে খুন করা হয় বগটুই গ্রামের বাসিন্দা বড়শাল গ্রাম পঞ্চায়েত তৃণমুল কংগ্রেসের উপ-প্রধান ভাদু শেখকে। খুনের বদলা নিতে ঘটনার দিন রাতেই গ্রামের একাধিক বাড়িতে আগুন লাগানো হয়। পরদিন সকালে উদ্ধার হয় সাতজনের মৃতদেহ।
পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছিল।

ওই ঘটনার জেরে ২১ জুন সিবিআইয়ের তরফে চার্জশিট জমা করা হয়েছিল। এদিকে ওই ঘটনার পর থেকেই এলাকা থেকে ফেরার ছিল অন্যতম অভিযুক্ত লালন শেখ। হন্যে হয়ে চলছিল লালনের খোঁজ৷

সিবিআইয়ের দাবি, ভাদুকে খুনের পর, বগটুই গ্রামে যে অগ্নিসংযোগ ও জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা ঘটে, তার নেতৃত্ব দেয় এই লালন। লালনের ফাঁসির দাবি তুলেছে মৃতের পরিবার।

আরও পড়ুন ::

Back to top button