পূর্ব মেদিনীপুর

ভূপতিনগর-কাণ্ডে এনআইএ তদন্তের আবেদন, শাহকে চিঠি শুভেন্দুর!

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Bhupatinagar Blast : ভূপতিনগর-কাণ্ডে এনআইএ তদন্তের আবেদন, শাহকে চিঠি শুভেন্দুর! - West Bengal News 24

ভূপতিনগরের বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখছেন তিনি। ভূপতিনগর ছাড়াও টিটাগর-সহ একাধিক ঘটনার উল্লেখ রয়েছে চিঠিতে।

এমনকী, অমিত শাহকে লেখা শুভেন্দুর চিঠিতে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য, বোমা তৈরির ‘ফর্মুলা’-রও উল্লেখ রয়েছে। বোমা বিস্ফোরণের ওই ঘটনার পর ফরেন্সিক যাওয়ার আগে পর্যন্ত এলাকা ঘিরে রাখা হয়নি। চার পাতার চিঠিতে প্রমাণ লোপাটের অভিযোগেরও উল্লেখ রয়েছে চিঠিতে।

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমা মজুত করার চাঞ্চল্যকর অভিযোগ চিঠিতে জানিয়েছেন শুভেন্দু। অধিকারী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। শুভেন্দুর দাবি, “শুধু বোমা নয়, বন্দুক, গুলিও মজুত করা হচ্ছে।” চিঠিতে বিরোধী দলনেতা আশঙ্কা প্রকাশ করেছেন, বোমা, গুলি নিয়ে তাঁর উপরও আক্রমণ চালাতে পারে শাসকদলের কর্মীরা।

রাজ্যের বর্তমান পরিস্থিতির বিস্তারিত উল্লেখ করে ভূপতি নগরের ঘটনায় এনআইএ তদন্তের আবেদনের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে শাসকদলের বোমা গুলি বন্দুক মজুত করার অভিযোগের ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ করারও আবেদন জানিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন ::

Back to top button