শীতের (Winter)ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাজ্যে। হুহু করে নামছে পারদ। চলবে শীতের লম্বা ইনিংস। আগামী মঙ্গলবার বুধবার পর্যন্ত চলবে শীতের আমেজ। উত্তুরে হওয়ার দাপটও বজায় থাকবে।
এখনও পর্যন্ত মরশুমের শীতলতম দিন বৃহস্পতিবার। আজ কলকাতায় ১২ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা (Temparature)। সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ১২.৭ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সামান্য তাপমাত্রা (Temparature) বাড়লেও ফের পারদ পতন। বুধবার পর্যন্ত রাজ্যজুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা। আপাতত বৃষ্টির (Rain) কোনও সম্ভাবনা নেই।
আগামী ৬-৭ দিন রাজ্যজুড়ে ১৫-এর নীচে থাকবে তাপমাত্রা (Temparature)। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা কলকাতায় দু-ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা। কোচবিহারে (Coochbihar) ঘন কুয়াশার দাপট। আগামী ৭২ ঘণ্টা উত্তরবঙ্গে (North Bengal) মাঝারি থেকে ঘন কুয়াশা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে (South Bengal) হালকা কুয়াশা , পরে পরিষ্কার আকাশ।