রাজনীতিরাজ্য

”ভোট চাইতে এলে তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখুন, পুলিশকে ছাড় নয়” : দিলীপ ঘোষ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dilip Ghosh : ”ভোট চাইতে এলে তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখুন, পুলিশকে ছাড় নয়” : দিলীপ ঘোষ - West Bengal News 24

তৃণমূলের (Trinamool Congress) নতুন কর্মসূচী দিদির সুরক্ষা কবচ। পঞ্চায়েতের (Panchayet Election) আগে রাজ্য জুড়ে তৃণমূল তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে ময়দানে নেমেছে বিজেপি।

এবার একেবারে নিজস্ব ভঙ্গিমাতেই তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এদিনের সভা থেকেও নিজস্ব ঢঙে হাওয়া গরম করার মতো বক্তৃতা করতে দেখা যায় দিলীপকে। সভাস্থলে উপস্থিত বিজেপি কর্মী তথা স্থানীয়দের উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “পঞ্চায়েত ভোটে ঢাকি-সমেত ঘট বিসর্জন দেওয়া হবে।”

এখানে ঢাকি-ই বা কে ? তবে ঘট-ই বা কাকে বলতে চেয়েছেন, তার ব্যাখ্যাও দেন দিলীপ। জানান, ঢাকি হচ্ছে পুলিশ, আর ঘট হচ্ছে তৃণমূল। রাজ্যজুড়ে আবাস দুর্নীতি সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি – একাধিক ইস্যুতে চাপে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। শাসক দলের এই দুর্বলতাকেই কাজে লাগাতে চাইছে রাজ্যের বিজেপি শিবির।

দিলীপ (Dilip Ghosh) বলেন, “এবারের পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গকে দুর্নীতি মুক্ত করার জন্য। তৃণমূলকে ভোটে মারতে হবে। ভোট চাইলে বলবেন আবাস যোজনার টাকা দিন,জল দিন।” এদিন আবারও তৃণমূলকর্মী ও পুলিশকে গাছে বাঁধার নিদান দেন দিলীপ। বলেন, “ভোট লুট করতে এলে স্ট্রেচারে করে হাসপাতাল হয়ে বাড়ি ফেরাবেন। তৈরি রাখুন।

আরও পড়ুন ::

Back to top button