রাজনীতিরাজ্য

এবার থেকে মৃত্যুর শংসাপত্রে মোদীর ছবি থাকা উচিত! আলিপুদুয়ারে সভা থেকে প্রশ্ন তুললেন মমতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Mamata Banerjee on Narendra Modi : এবার থেকে মৃত্যুর শংসাপত্রে মোদীর ছবি থাকা উচিত! আলিপুদুয়ারে সভা থেকে প্রশ্ন তুললেন মমতা - West Bengal News 24

আলিপুরদুয়ার থেকে নাম না করে মোদীর (Narendra Modi) প্রসঙ্গ টেনে মমতা আরও একবার বিতর্ক তুলে দিলেন। সরকার প্রচারবিমুখ হবে , না নিজের কাজের কথা তুলে ধরবে প্রতিটি পদক্ষেপে ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদাহরণ টেনে আবার এই প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উল্লেখ্য , করোনা পর্বে একাধিক বার মমতার মুখে শোনা গিয়েছিল এই বক্তব্য।

বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য , এবার থেকে মৃত্যুর শংসাপত্রে মোদীর ছবি থাকা উচিত! করোনার টিকা নেওয়ার শংসাপত্রে দেশের প্রধানমন্ত্রীর (Prime Minister) মুখের ছবি রয়েছে। তৃণমূলের (Trinamool Congress) বক্তব্য ছিল , টিকার শংসাপত্রকে প্রচারের মাধ্যম হিসাবে ব্যবহার করার কৌশল নিয়েছে কেন্দ্রীয় সরকার। ওই ঘটনা জাতীয় ক্ষেত্রে জন্ম দিয়েছিল নতুন বিতর্কের। গত জি ২০ সম্মেলনে প্রতীকচিহ্ন নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। ওই প্রতীকে ছিল পদ্ম ফুলের ছবি। যা বিজেপির দলীয় প্রতীকও বটে। মমতা প্রশ্ন তুলেছিলেন , ‘‘প্রতীকে পদ্মফুল ব্যবহার করা হল কেন? ভারতের সংস্কৃতি (Indian Culture) বোঝানোর আর কোনও উপায় কি ছিল না ?’’

আলিপুরদুয়ারের সভা থেকে মমতা (Mamata Banerjee) বলেছেন, ‘‘সব জায়গায় একটা মুখ। উনি রেশন দিয়েছেন, উনি খেতে দিয়েছেন। মৃত্যু হলেও ওঁর মুখটা থাকা উচিত।’’ মমতার সংযোজন, ‘‘উনি মেরে দিয়েছেন। কোভিড দিয়েছেন। নোটবন্দি দিয়েছেন। গ্যাসের দাম বাড়িয়েছেন। মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। কত কী দিয়েছেন!’’ প্রধানমন্ত্রীর নোটবন্দির সিদ্ধান্ত এবং করোনা পর্বে মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের (Central Government) ভূমিকা নিয়ে মমতার অভিযোগ নতুন নয়।

তবে রাজ্যের প্রায় সমস্ত সরকারি প্রকল্পের ঘোষণাতে মুখ্যমন্ত্রী মমতার ছবিও থাকে। রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় আসা বর্ষীয়ান রাজনীতিক মমতার মতে, ‘‘আরে, ছবি সব কথা বলে না! ছবি তাঁদেরই টাঙানো যায়, যাঁরা মানুষের মনের কথা বোঝেন, মানুষ যাঁদের শ্রদ্ধা করেন, ভালবাসেন, যত্ন করেন।’’

আরও পড়ুন ::

Back to top button