Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয়

মাথাব্যথা সুদের বোঝা! পুরনো ঋণে সুদ মেটাতে আয়ের ৪০ শতাংশ খরচ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Union Budget 2023 মাথাব্যথা সুদের বোঝা! পুরনো ঋণে সুদ মেটাতে আয়ের ৪০ শতাংশ খরচ - West Bengal News 24

মাথাব্যথা সুদের বোঝা! কেন্দ্রের রাজস্ব খাতে আয়ের ৪০ শতাংশ খরচ পুরনো ঋণে সুদ মেটাতে চলে যাবে। বাজেটের (Budget) নথি বলছে, এই প্রথম সুদের খরচ মেটাতেও ১০ লক্ষ কোটি টাকার বেশি ব্যয় হচ্ছে। বস্তুত, যে সব খাতে সরকার সব থেকে বেশি খরচ করছে, তার মধ্যে সুদের বোঝা প্রধান। পাঁচ বছর আগে সেই খাতে খরচ হত রাজস্ব খাতে আয়ের ৩৩% টাকা। তার পর থেকে দফায় দফায় সুদের বোঝা ক্রমশ বেড়েছে।

কেন্দ্রীয় অর্থসচিব টি ভি সোমানাথন (TV Somnathan) অবশ্য এর জন্য কোভিডকেই দায়ী করছেন। তাঁর যুক্তি, ‘‘কোভিডের সময় আয় কমে যাওয়া এবং খরচ বেড়ে যাওয়ায় সব দেশেই ঋণ ও সুদের বোঝা বেড়েছে। সুদের বোঝা কম থাকা কাম্য। কিন্তু তা এমন পর্যায়ে চলে যায়নি যে সামলানো যাবে না।’’

অর্থসচিবের বক্তব্য, চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকারের (Central Government) কর খাতে বাজেটের অনুমানের তুলনায় প্রায় দেড় লক্ষ কোটি টাকা বেশি আয় হয়েছে। আগামী আর্থিক বছরেও কর বাবদ আয় জিডিপি-র বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে ১০.৫% হারে বাড়বে বলে অনুমান। সেই সুবাদে সুদের বোঝা কমে আসবে।

মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রধান চিন্তার কারণ ছিল পুরনো ঋণে সুদের বোঝা। তার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের সাহায্য চাইতেন। এ বার সেই সুদের বোঝা মোদী সরকারের (Modi Government) মাথা ব্যথার কারণ হয়ে উঠছে।

অর্থনীতির গবেষক প্রসেনজিৎ বসু (Prasenjit Basu) বলেন, ‘‘সুদের পিছনে রাজস্ব খাতের ৪০ শতাংশের বেশি অর্থ খরচ করার ফলে এর অর্থ দাঁড়াল, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য মোদী সরকারকে (Modi Government) পরিকাঠামোয় যে অর্থ খরচ করতে হচ্ছে, তার জন্য সরকারের হাতে টাকা থাকছে না। সে জন্য আবার কেন্দ্রকে নতুন করে ধার করতে হচ্ছে।’’

জিডিপি-র তুলনায় রাজকোষ ঘাটতির হার কমলেও ঘাটতির পরিমাণ বাড়ছে। সেই ঘাটতি পূরণ করতে আগামী অর্থবর্ষে সরকারকে ১৫.৪ লক্ষ কোটি টাকা ধার করতে হবে। এর মধ্যে সরকারি ঋণপত্র থেকে আসবে ১১.৮ লক্ষ কোটি টাকা। আর্থিক বিষয়ক সচিব অজয় শেঠের দাবি, ‘‘ঋণের পরিমাণ খুব বেশি বাড়ছে না। ফলে তার ধাক্কায় বাজারে সুদের হার বাড়বে না।’’

আরও পড়ুন ::

Back to top button