Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

বাজেটে রেল বরাদ্দে বাংলার ভাগ্যে ১১ হাজার ৯৭০ কোটি! রেল বরাদ্দে এগিয়ে বাংলা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাজেটে রেল বরাদ্দে বাংলার ভাগ্যে ১১ হাজার ৯৭০ কোটি! রেল বরাদ্দে এগিয়ে বাংলা

রেল বরাদ্দে এগিয়ে বাংলা! এত টাকা আগে কখনও দেওয়া হয়নি, বললেন মোদীর রেলমন্ত্রী (Railway Minister) অশ্বিনী বৈষ্ণব (Ashwani Vaishnav)। বাংলার মোট বরাদ্দের কোন অংশ কোন প্রকল্পে খরচ হবে তার বিবরণ রেলমন্ত্রী দেননি। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেল ইতিমধ্যেই জানিয়েছে কোন খাতে কত টাকা খরচ হবে। আগামী অর্থবর্ষে রেলের জন্য বাংলা পাবে ১১ হাজার ৯৭০ কোটি টাকা।

অর্থমন্ত্রী (Finance Minister) জানিয়েছিলেন, ভারতের ইতিহাসে রেলের পাওয়া সর্বোচ্চ ব্যয় বরাদ্দ হয়েছে এ বার। শুক্রবার রেলমন্ত্রী দাবি করেছেন, বাংলার জন্য এত বরাদ্দ আগে কখনও হয়নি। এই বরাদ্দকে ‘রেকর্ড’ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকার সময় কালের সঙ্গে তুলনা করেছে অশ্বিনী (Ashwani Vaishnav)। মমতার নাম না করলেও, বাংলার এ বারের প্রাপ্তি অনেক ‘বড়’ প্রমাণ করতে তাঁর রেলমন্ত্রী থাকার সময়টার উল্লেখ করেন।

অশ্বিনী বলেন, ‘‘২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে যা বাজেটে বরাদ্দ করা হয়েছিল পশ্চিমবঙ্গের জন্য এ বার তার থেকে তিন গুণ বেশি করা হয়েছে।’’ এটা রেকর্ড বলে জানিয়েছেন রেলমন্ত্রী (Railway Minister)। এত টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গ কোনও দিন রেল খাতে পায়নি দাবি করে তিনি বলেন, ‘‘এই বছর রেকর্ড বরাদ্দ হয়েছে বাংলার জন্য। এটা কোনও দিন ভাবা হয়নি, কল্পনা করা হয়নি। ২০০৯ থেকে ২০১৪ সময়কালে বরাদ্দ ছিল ৪ হাজার ৩৮০ কোটি টাকা। সেখানে এ বার যা বরাদ্দ, তা তিন গুণ বেশি।’’

কলকাতা মেট্রোর (Kolkata Metro) জন্য মোট বরাদ্দ ৩ হাজার ৪৯৬ কোটি ৫৪ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ জোকা-এসপ্ল্যানেড (Joka – Esplanade) মেট্রোর জন্য। বরাদ্দ ১,৩৫০ কোটি টাকা। এর পরেই নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট লাইনের জন্য বরাদ্দ ১,২০০ কোটি টাকা। নোয়াপাড়া-বারাসত মেট্রো পাচ্ছে ৬২০ কোটি টাকা। রেলের দাবি, আগের বারের তুলনায় এবার কলকাতা মেট্রো ১৬৪.৭৭ শতাংশ বেশি বরাদ্দ পেয়েছে। গত বছরের মোট বরাদ্দ ছিল ১,৩৮০ কোটি টাকা।

আরও পড়ুন ::

Back to top button