শিক্ষা

আর ৫ বছর নয়, ৬ বছর বয়সেই প্রথম শ্রেণিতে শিশুর ভর্তি – নির্দেশিকা জারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

আর ৫ বছর নয়, ৬ বছর বয়সেই প্রথম শ্রেণিতে শিশুর ভর্তি – নির্দেশিকা জারি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের

আগে ছিল পাঁচ বছর। এবার আর তা নয় , ৬ বছর বয়সের বেশি না হলে শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তি নেওয়া যাবে না বলে ঘোষণা করেছে মন্ত্রক। প্রথম শ্রেণিতে ভর্তি করার জন্য শিশুর ন্যূনতম বয়স বেঁধে দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক (Ministry Of Education) । আগে যে বয়স ছিল, তা থেকে বাড়িয়ে দেওয়া হয়েছে বয়স।

শিশুর মানসিক বিকাশের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে এই ঘোষণা করা হয়েছে। সমস্ত স্কুলকেই মানতে হবে এই নির্দেশিকা। দেশের সমস্ত রাজ্য (State) ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অনুরোধ করা হয়েছে, প্রথম শ্রেণির আগে ২ বছরের প্রি-স্কুল এডুকেশন কোর্স শুরু করার।

এই শিক্ষাবর্ষ থেকে তাতে পরিবর্তন আসছে। বয়স ন্যূনতম ৬ বছর না হলে কোনও শিশু প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারবে না। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য একটি শিশুর বয়স হতে হবে কমপক্ষে ছয় বছর এক দিন। সরকারি-বেসরকারি সব স্কুলে ভর্তির ক্ষেত্রেই এই বয়সসীমা প্রযোজ্য হবে।

আরও পড়ুন ::

Back to top button