Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজ্য

শুটিংয়ের সময় ছবির পরিচালকের সাথে প্রতারণা! টলিউডের হৈমন্তীর রয়েছে আরও অনেক টক-ঝাল-মিষ্টি গল্প

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Haimanti Ganguly : শুটিংয়ের সময় ছবির পরিচালকের সাথে প্রতারণা! টলিউডের হৈমন্তীর রয়েছে আরও অনেক টক-ঝাল-মিষ্টি গল্প - West Bengal News 24

টলিউডের মডেল- অভিনেত্রী হৈমন্তীর (Haimanti Ganguly) নাম নিয়োগ দুর্নীতি মামলায় উঠে আসার পর টলিপাড়ার শোরগোল। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন পরিচালক অতনু বসু। অচেনা উত্তম ছবিতে একটি নার্সের চরিত্রে অভিনয় করেছিলেন হৈমন্তী (Haimanti Ganguly)। ছোট্ট একটি সিনের জন্য তিন দিনের শ্যুটিং ছিল। উত্তমের চরিত্রে ছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু কী এমন ঘটল যে পরিচালক হৈমন্তীর দৃশ্য কেটে ছোট করে দিলেন ছবিতে? এমনকি, বিরক্ত পরিচালক ডাবিংও করতে ডাকেননি হৈমন্তীকে! অন্য শিল্পীদের দিয়ে ডাবিং করে দৃশ্যটি ছবির সঙ্গে জোড়া হয়।

পরিচালকের কথা অনুযায়ী, হৈমন্তীর অভিনয় বেশ নড়বড়ে ছিল। কিন্তু কাহিনিতে টুইস্ট তখনই আসে যখন হৈমন্তী (Haimanti Ganguly) পরিচালক অতনু ঘোষকে না জানিয়ে ছবির প্রযোজক অলকানন্দা আর্টসের প্রমোদ আনন্দের সঙ্গে পার্কস্ট্রিটের এক হোটেলে দেখা করেন এবং পরবর্তী ছবির জন্য এক অন্য পরিচালকের প্রস্তাব নিয়ে যান। বাড়ির এক কাঠের মিস্ত্রির মারফত হৈমন্তী তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। হৈমন্তী (Haimanti Ganguly) তাঁর ছবিতে অভিনয় করতে চাইছিলেন। ফোন নম্বর জোগাড় করে সঙ্গে যোগাযোগ করেন হৈমন্তী। এমনটাই দাবি পরিচালক অতনু বসুর।

অতনু বসুর (Atanu Basu) আরও দাবি, ‘আমি যে মেয়েটিকে কাজের সুযোগ করে দিলাম, তাঁর মধ্যে বিন্দুমাত্র পেশাদারিত্ব ছিল না। যে কিনা আমাকে না জানিয়ে আমার ছবি প্রযোজকের কাছে এক অন্য পরিচালকের হয়ে দরবার করতে চলে গেল। এটা আমার কাছে অত্যন্ত নিম্ন রুচির পরিচয় বহন করেছিল। এটা যেন কোথাও ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো বিষয় ছিল।’ সেই অর্থে নিজেকেও প্রতারিত বলে মনে করছেন ‘অচেনা উত্তমের’পরিচালক অতনু বসু (Atanu Basu)।

চোখে একরাশ স্বপ্ন নিয়ে মার্জার সরণী থেকে রুপোলি জগতে পা রেখেছিলেন বেহালার হৈমন্তী গঙ্গোপাধ্যায়(Haimanti Ganguly)। ২০১৮ সালে ‘জাল’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে দোলন রায়ের মতো অভিনেতারা সেই ছবিতে অভিনয় করেছিলেন। কারও মতে , হৈমন্তী নাকি ‘জাল’ ছবির প্রযোজকের সঙ্গিনী ছিলেন।

টলিউডে কান পাতলে হৈমন্তীকে নিয়ে অনেক টক ঝাল মিষ্টি খবর রয়েছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গোপাল দলপতির সঙ্গে তাঁর নাম উঠে আসায় অনেকেই বলছেন, টালিগঞ্জে হৈমন্তী একজনের সঙ্গে দীর্ঘদিন লিভ ইন সম্পর্কে ছিলেন। সেই ব্যক্তিই কি গোপাল দলপতি (Gopal Dalapati) ছিলেন ? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ হৈমন্তীর নাম প্রকাশ্যে নিয়ে এসেছেন।

আরও পড়ুন ::

Back to top button