ঝাড়গ্রাম

লালগড়ের জঙ্গলে এবার নীলগাই! ভিডিও ঘিরে জল্পনা, খোঁজ নিচ্ছে বন দফতর

স্বপ্নীল মজুমদার

লালগড়ের জঙ্গলে এবার নীলগাই! ভিডিও ঘিরে জল্পনা, খোঁজ নিচ্ছে বন দফতর

লালগড়ের জঙ্গলে দেখা মিলেছে নীলগাইয়ের। এমন রটনার জেরে তৎপর হয়েছে মেদিনীপুর বন বিভাগ।

জানা গিয়েছে, কয়েকদিন আগে লালগড়ের জঙ্গল রাস্তা দিয়ে তিন যুবক বাইকে করে যাওয়ার সময় একটি নীলগাই দেখতে পান। তাঁরা প্রাণিটির ভিডিও তোলেন। সেই ভিডিও ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। তাহলে কি এবার লালগড়ে জঙ্গলে নীলগাই এসেছে, নাকি জঙ্গলে আগে থেকেই নীল গাই ছিল?

মেদিনীপুর বনবিভাগের ডিএফও সন্দীপ বেরোয়াল বলেন, এই এলাকা নীলগাইয়ের বাসভূমি নয়। অনুমান, এমন প্রাণি এসে থাকলে সেটি লাগোয়া ঝাড়খণ্ড রাজ্যের দিক থেকে এসেছে। তবে বন দফতর সতর্ক রয়েছে বলে জানাচ্ছেন ডিএফও। ২০১৮ সালে লালগড়ের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছিল। বাঘটিকে ধরতে ব্যর্থ হয় বন দফতর।

শেষ পর্যন্ত চাঁদড়া রেঞ্জে শিকারিদের বল্লমের খোঁচায় মৃত্যু হয়েছিল বাঘটির। এবার নীলগাইয়ের দেখতে পাওয়ার খবরে চিন্তিত বন্যপ্রাণি বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, সত্যিই প্রাণিটি নীলগাই হলে সেটিকে নিরাপদে থাকতে দেওয়ার জন্য সর্বসাধারণকে বন বিভাগের সঙ্গে সহযোগিতা করতে হবে।

আরও পড়ুন ::

Back to top button