অসুস্থতার কারণ দেখিয়ে স্কুল থেকে নাবালিকা ছাত্রীর অন্তর্ধান, পরে উদ্ধার হল প্রেমিকের বাড়িতে, ধৃত প্রেমিক
স্বপ্নীল মজুমদার
১৬ বছরের নাবালিকা ছাত্রীকে অপহরণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল ঝাড়গ্রাম থানার পুলিশ।
শনিবার ভোরে ঝাড়গ্রাম থানার কুলডিহা গ্রামের বাড়ি থেকে অমিত মাঝি নামে ওই যুবককে গ্রেফতার করা হয়। অমিতের বাড়ি থেকেই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে।
এদিনই ঝাড়গ্রাম সিজেএম আদালতে অমিতকে হাজির করা হলে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দিয়ে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রাম থানার একটি গ্রামের বাসিন্দা ১৬ বছরের ওই নাবালিকা ঝাড়গ্রাম গ্রামীণের একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী।
বৃহস্পতিবার ওই নাবালিকা শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে স্কুল থেকে হাফ ছুটি নিয়ে বেরিয়ে যায়। কিন্তু নাবালিকা বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করে নাবালিকার সন্ধান মেলেনি। পরে পরিবারের লোকজন জানতে পারেন, অমিতই ওই নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে।
শুক্রবার রাতে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। এরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
শনিবার আদালতের নির্দেশে মেয়েটি তার বাবার সঙ্গে বাড়ি ফিরে গিয়েছে।