ঝাড়গ্রাম
অস্ত্রোপচার করেও শেষ রক্ষা হল না, জিভ ও তালু ফুঁড়ে কাঠি ঢুকে মৃত্যু হল চার বছরের শিশুর
স্বপ্নীল মজুমদার
জিভ ও তালু ফুঁড়ে কাঠি ঢুকে গিয়েছিল চার বছরের এক শিশুর। অস্ত্রোপচার করেও শেষ রক্ষা হল না। মৃত্যু হল সন্দীপ জাল নামে ওই শিশুটির। ঝাড়গ্রাম জেলার জামবনি থানার দুবড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। শুক্রবার সকালে বাড়ির উঠোনে মুখে গাছের জালের সরু কাঠি নিয়ে খেলার সময় পড়ে যায় সন্দীপ।
তার মুখে থাকা কাঠি জিভ ও তালু ফুঁড়ে ভিতরে ঢুকে গিয়েছিল। শুক্রবার দুপুর আড়াইটা নাগাদ সন্দীপের অস্ত্রোপচার শুরু হয়।
অস্ত্রোপচার শেষে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের শয্যায় স্থানান্তরিত করা হয়েছিল শিশুটিকে।
সন্ধ্যা ৭টা নাগাদ শিশুটির মৃত্যু হয়। শনিবার ঝাড়গ্রাম পুলিশ মর্গে ময়নাতদন্তের পর শিশুটির মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
হাসপাতালের ডেপুটি সুপার শুভ্রদীপ মাহাতো বলেন, অস্ত্রোপচারের পর শিশুটির মৃত্যু হয়। ময়নাতদন্ত হয়েছে। মৃতের পরিবার কোনও অভিযোগ করেনি।