Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বীরভূম

উড়ছে গেরুয়া আবির, কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

উড়ছে গেরুয়া আবির, কেষ্টর দিল্লি যাত্রা উদযাপনে বীরভূম জেলা বিজেপির অভিনব উদ্যোগ

ঢাক বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, গুড় এবং বাতাসা বিলি করা হচ্ছে বীরভূম জেলার বিভিন্ন জায়গায়। কেষ্টর দিল্লি যাত্রা উদযাপন বীরভূম জেলা বিজেপির। স্থানীয় বিজেপি নেতাদের হুঁশিয়ারি, আগামী দিনে আরও নেতা, মন্ত্রীর ঠাঁই হবে জেলে। যদিও বিজেপির কেষ্টর দিল্লি যাত্রা উদ্যাপনকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল।

বীরভূমের তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় (Malay Mukherjee) বলেন, ‘‘আমরা এ সব নিয়ে ভাবছি না। বিজেপি এ রকম অনেক সার্কাস করবে। আমরা মানুষের উন্নয়ন নিয়ে ব্যস্ত। তার জবাব নির্বাচনে বিজেপি পেয়ে যাবে।’’

বীরভূম বিজেপির (BJP) জেলা সভাপতি ধ্রুব সাহার (Dhrubo Saha) দাবি, ধর্মের কল বাতাসে নড়ে। তাই অনুব্রতের (Anubrata Mondal) আজ এই অবস্থা। তিনি বলেন, ‘‘চড়াম চড়াম ঢাক আর বীরভূমে বাজবে না, আমরাই শেষ বার বাজিয়ে দেব। গুড়, বাতাসা খেতে খেতে সেই বাজনা শুনবেন সকলে।

আজ বীরভূমে একটাই সুর, আহা কী আনন্দ আকাশে, বাতাসে! বীরভূমের মানুষ গণতন্ত্র ফিরে পাবেন। রাস্তায় আর উন্নয়ন দাঁড়িয়ে থাকবে না। কোথাও আর ভোট লুট হবে না। যাঁরা গুন্ডামি করতে চাইবেন তাঁরা কেষ্ট মণ্ডলের অবস্থা দেখুন। আজকের আবির খেলা হল, রং দে তু মুঝে গেরুয়া। গেরুয়া রং আমাদের সবার মনে রয়েছে। সেই গেরুয়া রংই বীরভূমের আকাশে, বাতাসে ভাসছে।’’

ঘটনাচক্রে, দোলের দিন সকালে আসানসোল জেল থেকে কেষ্টকে বার করে কলকাতা, তার পর দিল্লি নিয়ে যাওয়া হয়। আসানসোল সংশোধনাগার থেকে কেষ্টর গাড়ি বেরোতেই স্থানীয় বিজেপি নেতা-কর্মীরা গোটা এলাকা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করেন।

আরও পড়ুন ::

Back to top button